ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

ফুলের সুগন্ধে সাপ আসে!

প্রকাশিত: ০৩:৪০, ১ ফেব্রুয়ারি ২০২৫

ফুলের সুগন্ধে সাপ আসে!

ছবি: সংগৃহীত

হাসনাহেনা ফুলের সৌরভ মন মাতানো হলেও, অনেকের মাঝে একটি প্রচলিত বিশ্বাস রয়েছে—এই ফুলের গন্ধে সাপ আসে! এটি কি শুধুই লোককথা, নাকি এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে? আসুন, বিষয়টি বিস্তারিতভাবে জানি।

কেন বলা হয় যে, হাসনাহেনার গন্ধে সাপ আসে?
গাঢ় ও তীব্র সুবাস: হাসনাহেনা ফুলের গন্ধ বেশ শক্তিশালী, বিশেষ করে রাতে এটি আরও সুগন্ধ ছড়ায়। অনেকেই মনে করেন, এই গন্ধ সাপকে আকৃষ্ট করে।

রাতে ফোটা ফুল: যেহেতু হাসনাহেনা সাধারণত রাতে ফোটে এবং তখনই সুগন্ধ ছড়ায়, তাই অনেকেই ধারণা করেন, রাতের অন্ধকারে সাপ চলে আসে।

লোককথা ও সংস্কার: প্রাচীনকাল থেকেই প্রচলিত রয়েছে যে, কিছু সুগন্ধি উদ্ভিদ সাপকে আকর্ষণ করে। তবে এটি কতটা সত্য, তা নিয়ে সন্দেহ রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সাপ মূলত গন্ধের ওপর নির্ভর করে খাবার খোঁজে, তবে তা সাধারণত প্রাণীদের শরীর থেকে নিঃসৃত গন্ধ, না যে কোনো ফুলের সুবাস। তবে হাসনাহেনার গন্ধে কোনো খাবারের অস্তিত্ব নেই, তাই এটি সাপকে আকৃষ্ট করার তেমন কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

হাসনাহেনার আশপাশে যদি ইঁদুর বা অন্যান্য ছোট প্রাণী থাকে, তবে সাপ সেখানে আসতে পারে, কিন্তু তা ফুলের গন্ধের কারণে নয়। অনেক সময় গরম বা আর্দ্র পরিবেশেও সাপ আশ্রয় খুঁজতে বাগানে চলে আসতে পারে।

হাসনাহেনার গন্ধে সাপ আসে—এটি একটি লোককথা, যার বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই। বরং আশপাশে ইঁদুর বা অন্যান্য খাবারের উৎস থাকলে সাপ আসতে পারে। 

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=2574704752723419&rdid=Y2ZlvHtHE40Wnt01

শিলা ইসলাম

×