ছবি : সংগৃহীত
সাপ ভয় পান না, এমন মানুষ কিন্তু খুব কমই আছেন। সাপ বাড়িতে প্রবেশ করলে অনেক বিপদ ঘটাতে পারে। তাই এক্ষেত্রে আগে থেকে সাবধান থাকা উচিত। সাপ কীভাবে বাড়ি থেকে দূরে রাখবেন, তার জন্য কিছু ঘরোয়া টেকনিক রয়েছে। অনেকেই জানেন না যে এমন অনেক গাছ আছে, যেগুলি সাপকে তাড়িয়ে দেয়।
সর্পগন্ধা এমন একটি গাছ ধারণা করা হয় যেটি বাড়িতে থাকলে সাপ আসেনা। সর্পগন্ধা তথা সর্পমূল একটি গুল্মজাতীয় ভেষজ উদ্ভিদ গাছ। আয়ুর্বেদিক চিকিৎসায় এর ব্যবহার আছে। এই গুল্মটির পাতা ছোট ছোট লম্বা ও পাতার ডগা সরু। ফুল প্রথম অবস্হায় সবুজ রঙের হলেও পাকলে বেগুনী-কালো রঙের হয়। মূলের রং ধূসর ও গন্ধ কাঁচা তেঁতুলের মত। সারা বছরই গাছে ফুল ফোটে ও ফল ধরে।
যে বাড়ীতে সর্পগন্ধা থাকে সে বাড়ীতে সাপ আসে না। গাছের মূল নানা প্রকার রোগের চিকিত্সায় লাগে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে। সর্পগন্ধার মূল চুর্ণ করে অল্প পরিমাণ খেলে উত্তেজনা প্রশমিত হয় ও ঘুম ভাল হয়। দৈহিক দুবর্লতা ও মানসিক অবসাদজনিত রোগেও মূলের চূর্ণ ব্যবহৃত হয়। স্কিটসোফ্রিনিয়ার রোগীরা এতে উপকৃত হয়। সাধারণ জ্বর এবং পেটের গোলমালেও উপকারী। তবে, ব্রঙ্কাইটিস, হাঁপানি, গ্যাসট্রিক আলসারে এর ব্যবহার ক্ষতিকর।
মো. মহিউদ্দিন