ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

অভিযান চলবে ৪ দিন

শীতলক্ষ্যা নদীর তীরে  ৩ শতাধিক অবৈধ  স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, নরসিংদী

প্রকাশিত: ২১:৫৮, ২৬ জানুয়ারি ২০২৫

শীতলক্ষ্যা নদীর তীরে  ৩ শতাধিক অবৈধ  স্থাপনা উচ্ছেদ

.

নরসিংদীর পলাশ উপজেলায় শীতলক্ষ্যা নদীর তীর দখল করে নির্মিত পাকা ভবন, দোকান ঘরসহ তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ঘোড়াশাল বাজার থেকে সাদ্দাম মার্কেট পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
অভিযানে বিআইডব্লিউটিএ’র পরিচালক এ কে এম আরিফ উদ্দিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। সাতদিন আগে এসব স্থাপনা সরিয়ে নিতে নোটিস দেওয়া হলেও মালিকেরা সরিয়ে না নেওয়ায় অভিযান চালিয়ে তা উচ্ছেদ করা হয়।
আরিফ উদ্দিন বলেন, পলাশে শীতলক্ষ্যা নদীর পাড়সহ দেশের বিভিন্ন নদীতে চার দিনব্যাপী এই অভিযান চলবে। শীতলক্ষ্যার পাড়ে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে প্রায় ১০ একর জমি ভরাট হয়ে গেছে; যা পুনরুদ্ধারে দিনব্যাপী অভিযান চালানো হয়।
প্রথম দিনে ঘোড়াশাল বাজার থেকে চর ঘোড়াশাল শ্মশানঘাট পর্যন্ত ১০ একর এলাকাজুড়ে নদীপাড়ে গড়ে ওঠা তিন শতাধিক পাকা ঘর, টিনশেড দোকান, বাজারসহ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান শেষে বেড়া নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের জন্য গাছ লাগানো হবে বলে জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক বছর ধরে ঘোড়াশাল স্টেশন এলাকার নদীতীর ঘেঁষে অবৈধ দোকানপাট ও স্থাপনা তৈরি করেন প্রভাবশালীরা।

×