কত সুন্দর আমাদের এই বাংলাদেশ। এ দেশের মানুষ অতি শান্তিপ্রিয়। শিক্ষা ও বুদ্ধিমত্তার অভাবে বোকা বনে গেলেও গুণীজনরা আমাদের মাটির মানুষই বলে এসেছেন সবসময়। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ সরকারকে রথে বসালেও রশি কিন্তু জনতার হাতেই থাকে। টান দিলেই ধরাশায়ী। ছাত্ররা এবার দেখিয়ে দিয়েছে তাদের শিরায় শিরায় দেশপ্রেমের রক্ত কিভাবে উথলে ওঠে। তারা অন্যায়কে রুখে দিতে পারে। পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। আবার সমতল ভূমিতে পর্বত দাঁড় করাতে পারে। জুলাই বিপ্লব ’২৪ তার কঠিন উদাহরণ। স্বৈরাচার সরকার ছোট্ট একটি সংস্কারমূলক দাবি না মেনে নিয়ে ছাত্রদের ওপর যে পাশবিক হামলা চালিয়েছে তা ইতিহাসের পাতায় রয়ে যাবে চিরকাল।
ছড়াকার মামুন সারওয়ার শিশু-কিশোরদের প্রিয় পত্রিকা ছোটদের সময় প্রকাশ করে আসছেন অনেক বছর ধরে। সম্পাদক লেখকদের চিন্তাবৃক্ষে জুলাইর গণঅভ্যুত্থানের সাহসিক উচ্চারণগুলো সূচিবদ্ধ করে প্রকাশ করেছেন ছোটদের জন্য ‘জুলাই বিপ্লব সংকলন’। অবশ্য এই সংকলন ছোট-বড় সবার পাঠ চাহিদা পূরণ করবে। সংকলনে স্থান পেয়েছে কোমলমতি শিশু-কিশোর ও তরুণদের আঁকা গ্রাফিতি। জুলাই বিপ্লবের ছড়া-কবিতা, প্রবন্ধ, নিবন্ধ, গল্প, মতামত, নাটক, পুঁথি ও সাক্ষাৎকার। লিখেছেন পাঠকখ্যাত কবি-সাহিত্যিকগণ। শহীদের রক্তের রঙে আবু সাঈদের পোট্রের্ট দিয়ে প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী রজত।
জুলাই বিপ্লব নিয়ে প্রথম কবিতাটি লিখেছেন সময়ের সাহসী কন্ঠস্বর দৈনিক যুগান্তরের সম্পাদক ও কবি আবদুল হাই শিকদার। লিখেছেন- কবি রেজাউদ্দিন স্টালিন, আমীরুল ইসলাম, দুখু বাঙাল, শাহীন রেজা, ফারুক হোসেন, হাসনাত আমজাদ, জাকির আবু জাফর, আফসার নিজাম, মজিদ মাহমুদ, স. ম. শামসুল আলম, শাহাবউদ্দিন শামীম, কামাল হোসাইন, মোরশেদ কমল, নেয়ামুল হক, হাসনাইন আহমদসহ অনেক সুপরিচিত ও পাঠকপ্রিয় লেখকগণ। গ্রাফিতির ছবি তুলেছেন লেখক ও সাংবাদিক আবিদ আজম ও কামাল মুস্তাফা। সংকলনের প্রতিটি গল্পেই উঠে এসেছে প্রতিবাদ ও বিপ্লবের কথা। সাক্ষাৎকারে উঠে এসেছে শিশু-কিশোরদের অভাবনীয় অংশগ্রহণের কথা। হুসনে মোবারকের নাটকে উঠে এসেছে জুলাই বিপ্লবে শহীদ হওয়া এক পিতার আহাজারি। প্রবন্ধ-নিবন্ধে উঠে এসেছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে সত্যের উচ্চারণ।
প্রিয় পত্রিকা ছোটদের সময়
শীর্ষ সংবাদ: