পুণের বিমান নগরের একটি আবাসনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর দুর্ঘটনা নেটমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটে ২০ জানুয়ারি রাত ১০টার সময়। আবাসনের প্রথম তলার পার্কিং লটে গাড়ি পার্ক করার সময় চালকের ভুলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়।
গাড়ি পার্ক করতে গিয়ে চালক ভুল করে রিভার্স গিয়ার দিয়ে দেন। এর ফলে গাড়িটি পার্কিং লটের পাঁচিল ভেঙে নীচে পড়ে যায়। সিসিটিভি ফুটেজে ধরা পড়া এই ঘটনায় দেখা যায়, চালক তাঁর আসন থেকে ছিটকে পিছনের সিটে গিয়ে পড়েন। ভাগ্যক্রমে চালক কোনও আঘাত পাননি এবং আশপাশে থাকা লোকেরাও অক্ষত থাকেন। তবে গাড়িটির পিছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ভিডিওতে আরও দেখা যায়, দুর্ঘটনার পর আশপাশে থাকা লোকেরা দ্রুত গাড়ির চালককে উদ্ধার করেন। এরপর চালকের সঙ্গে পার্কিং লটের দায়িত্বে থাকা কর্মীদের উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। যদিও সিসিটিভি ফুটেজে সেই কথোপকথন স্পষ্ট শোনা যায়নি, তবে চালকের রিভার্স গিয়ার দেওয়ার ভুলই দুর্ঘটনার মূল কারণ বলে জানা গিয়েছে।
এই সিসিটিভি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। নেটাগরিকরা চালকের ভুল এবং আবাসনের পাঁচিলের গুণগতমান নিয়ে সমালোচনা করছেন। কেউ কেউ পাঁচিলের দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার অনেকে চালকের দায়িত্বজ্ঞানহীনতার কড়া সমালোচনা করেছেন। ভিডিওটিতে প্রচুর লাইক ও কমেন্ট জমা হয়েছে, যা এই ঘটনার প্রতি মানুষের তীব্র প্রতিক্রিয়ার সাক্ষ্য বহন করে।
রাজু