ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পুলিশ প্রশাসন এক অদ্ভুত সমস্যায় পড়েছে। তাদের অভিযোগ, থানার লকারে মজুত জব্দ করা গাঁজা এবং অন্যান্য প্রমাণাদি তছনছ করে ফেলেছে একদল 'মাদকাসক্ত' ইঁদুর।
পুলিশের দাবি, ইঁদুরের দল মাদকদ্রব্যে আক্রমণ চালিয়ে লকারে মজুত গাঁজা খেয়ে ফেলেছে। শুধু তাই নয়, এই ‘মাদকাসক্ত’ ইঁদুরের দল থানার লকারে রাখা অন্যান্য প্রমাণও ধ্বংস করেছে।
পুলিশ প্রশাসন জানিয়েছে, লকারে নিয়মিত মজুত থাকা জব্দকৃত মাদক সংরক্ষণের চেষ্টা করা হয়। কিন্তু ইঁদুরের কারণে এসব নষ্ট হয়ে যাওয়ার ঘটনা তাদের জন্য নতুন।
আশিক