ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মাথার মূল্য এক কোটি টাকা!

প্রকাশিত: ১৪:০৭, ২২ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৪:৪৯, ২২ জানুয়ারি ২০২৫

মাথার মূল্য এক কোটি টাকা!

ছবি: সংগৃহীত।

ভারতের ছত্তিশগড়ের গারিয়াবন্ধ জেলার ওড়িশা সীমান্তে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ১৯ জন মাওবাদী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন মাওবাদী রয়েছেন যার মাথার মূল্য এক কোটি টাকা নির্ধারিত ছিল। 

তার নাম জয়রাম রেড্ডি (Jayaram Reddy) ওরফে রামচন্দ্র রেড্ডি বা আপ্পারাও অথবা রামু। তবে সবচেয়ে বেশি যে নামে পরিচিত ছিলেন এই হাই-র‍্যাঙ্কের মাওবাদী নেতা তা হল চালাপাতি(Chalapati)।

৬০ বছর বয়সী এই চালাপাতি জন্মেছিলেন অন্ধ্রপ্রদেশের মাদানাপাল্লেতে। তিনি উচ্চশিক্ষিত না হলেও মাওবাদীদের একজন অন্যতম গুরুত্বপূর্ন নেতা হয়ে উঠেছিলেন।

তিনি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য। সংগঠনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি যারা নিতেন তাঁদের মধ্যে অন্যতম একজন ছিলেন। এই নিষিদ্ধ সংগঠনটির নেতার মাথার দাম ধার্য করা হয়েছিল ১ কোটি। 

সায়মা ইসলাম

×