ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সহকর্মীকে চুমু দিয়ে চাকরি হারালেন শিক্ষক

প্রকাশিত: ১০:৪২, ২২ জানুয়ারি ২০২৫

সহকর্মীকে চুমু দিয়ে চাকরি হারালেন শিক্ষক

প্রতীকী ছবি

স্কুলের স্টাফ রুম ফাঁকা থাকলেই ঘনিষ্ঠ হয়ে পড়েন দু’জনে। কখনও একে অপরকে জড়িয়ে ধরেন, কখনও বা চুমু। সেই ভিডিও সিসি ক্যামেরায় ধরা পড়তেই স্কুল থেকে দু’জনকে সাসপেন্ড করেন স্কুল কর্তৃপক্ষ।

ভারতের রাজস্থানের চিত্তোরগড় এলাকার একটি স্কুলে এ ঘটনা ঘটেছে। 

অভিযোগ, সেই স্কুলের এক শিক্ষিকার সঙ্গে এক পুরুষ সহকর্মীর শারীরিক সম্পর্ক রয়েছে। এমনকি স্কুল চত্বরেও তারা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েছেন। স্টাফ রুম ফাঁকা থাকলেই তারা আড়ালে-আবডালে ঘনিষ্ঠ হয়ে পড়েন। বহুদিন ধরে এই কার্যকলাপ চলতে থাকে। 

এ নিয়ে স্থানীয়রা অভিযোগ করলে স্কুল কর্তৃপক্ষ সিসি ক্যামেরার ভিডিও পর্যবেক্ষণ করেন। তাতে তাদের দু’জনকে স্কুলের স্টাফ রুমের ভিতর আপত্তিকর অবস্থায় দেখা যায়। ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়লে স্কুল কর্তৃপক্ষ দু’জনকে সাসপেন্ড করে দেন। সূত্র: আনন্দবাজার। 

এম হাসান

×