ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

প্রযুক্তির জাদু: এক নিমেষে নিজে থেকেই বদলে যাচ্ছে জামার ডিজাইন!

প্রকাশিত: ১৪:৪৬, ২০ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৪:৫৬, ২০ জানুয়ারি ২০২৫

প্রযুক্তির জাদু: এক নিমেষে নিজে থেকেই বদলে যাচ্ছে জামার ডিজাইন!

বিশ্বখ্যাত সফটওয়্যার সংস্থা অ্যাডোব সম্প্রতি একটি প্রজেক্ট বাজারে এনেছে  'প্রজেক্ট প্রাইমরোজ' নামে একটি অভিনব পোশাক উন্মোচন করেছে, যা প্রযুক্তির সাহায্যে মুহূর্তেই নিজের আকার ও ডিজাইন পরিবর্তন করতে সক্ষম।এই বিশেষ পোশাকটি তৈরি হয়েছে সাধারণ ফ্যাব্রিক দিয়ে, তবে এতে রয়েছে ছোট ছোট স্ক্রিন, যা দেখতে মাছের আঁশের মতো। এগুলোর মাধ্যমে ডিজাইন পরিবর্তন করা যায় চোখের পলকেই। অ্যাডোব ফায়ারফ্লাই, অ্যাডোব স্টক, অ্যাডোব আফটার ইফেক্টস, এবং ইলাস্ট্রেটরের মাধ্যমে তৈরি ডিজাইনও প্রদর্শিত হবে এতে। জানান বিশ্বখ্যাত সফটওয়্যার সংস্থা অ্যাডোব।

যদিও এই পোশাকটি এখনও বাজারে বিক্রির জন্য উন্মুক্ত হয়নি, কিন্তু ফ্যাশন দুনিয়ায় এটি শিগগিরই আলোড়ন তুলবে, তা নিশ্চিত।

রাজু

×