ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

ভিখারি চালায় আইফোন! আয় দেড় লাখ 

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৫:৪৫, ১৯ জানুয়ারি ২০২৫

ভিখারি চালায় আইফোন! আয় দেড় লাখ 

ভিক্ষা করেই লাখ লাখ টাকা উপার্জন করেছেন।

হাতে নতুন ফোন উঁকি দিচ্ছে। বহু বছর ধরে শখ ছিল আইফোন কেনার। শখপূরণও করলেন তিনি। তবে কাজকর্ম কিছুই করেন না তিনি। ভিক্ষা করেই লাখ লাখ টাকা উপার্জন করেছেন। আর তা দিয়ে আইফোন কিনেছেন।

‘রোহিত_ইনফর্মস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিও তে দেখা যায়, এক তরুণের হাত আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলের ফোন। ওই তরুণ রাজস্থানের আজমের শহরের বাসিন্দা। ভিক্ষা করে লাখ লাখ টাকা আয় করেছেন তিনি। এমনটাই দাবি তরুণের। মাসিক কিস্তি দিয়ে নয়। বরং পুরো দাম দিয়েই আইফোনটি কিনেছেন তিনি।

ফোনটি কিনতে দেড় লাখ টাকা খরচ হয়েছে বলে জানান তরুণ। এত টাকা কোথায় পেলেন তা প্রশ্ন করায় তরুণ বলেন, ‘ভিক্ষা করে।’ আইফোন কিনে তরুণের মুখে হাসি যেন আর ধরে না।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই মন্তব্যের বন্যা বয়ে যায়। একজন নেটিজেন লেখেন, ‘চাকরি বাকরি না করে যদি ভিক্ষা করতাম তা হলে মনে হয় ভাল হত।’ আবার একজন লিখেছেন, ‘শখপূরণের জন্য তিনি যে টাকা জমিয়ে আইফোন কিনেছেন তা দেখে ভালো লাগছে।’

সূত্র: আনন্দবাজার। 

এম হাসান

×