ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

উন্নত চিকিৎসার জন্য স্বামীকে সুস্থ করতে যা করেছেন তনি

প্রকাশিত: ১০:৪৩, ১৭ জানুয়ারি ২০২৫

উন্নত চিকিৎসার জন্য স্বামীকে সুস্থ করতে যা করেছেন তনি

ছবি : সংগৃহীত

আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন। তিনি ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন। তার স্বামীর সুস্থতার জন্য তিনি এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে চিকিৎসা ব্যয়বহুল হওয়ার পরেও তিনি তার স্বামীর চিকিৎসা চালিয়ে গেছেন। যেখানে ব্যাংককের ডাক্তারাও আশার আলো দেখতে পায়নি এবং আত্মীয়রা আইসিও থেকে বের করার কথা বলেছেন। তবুও তিনি তার স্বামীর সুস্থতার জন্য এই ব্যয়বহুল  চিকিৎসা চালিয়ে গেছেন।

স্বর্ণের গহনার প্রতি মেয়েদের অন্যরকম আকর্ষণ থাকে। রোবাইয়াত ফাতিমা তনি তার স্বামীর চিকিৎসার জন্য গহনা বিক্রি করে দিয়েছে। 

Diamond House এর ফেইসবুক পেইজে পোস্ট থেকে-

"কিছু দিন আগে তার স্বামীর চিকিৎসার জন্য তনি আপু ৭০ ভরির মতো  গোল্ড বিক্রি করে প্রায় ৯০ লাখ টাকার মতো  আমাদের কাছ থেকে নিয়ে গেছেন। অনেক চেষ্টা করাছেন স্বামী কে সুস্থ করার জন্য । তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, 😢😢😢আসলেই এটা খুবই দুঃখজনক। আল্লাহ তাকে বেহেস্তে নসিব করুক।"

 স্বামীর প্রতি তার ভালোবাসা এক অনন্য উদাহরণ তৈরি করেছে।

মনিষা মিম

×