হায়দরাবাদের একটি রেস্তোরাঁয় খাবারের উচ্চমূল্য নিয়ে সরগরম সমাজমাধ্যম। বিরাট কোহলির মালিকানাধীন রেস্তোরাঁ ‘ওয়ান এইট কমিউনে’-তে খাবারের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সেখানকার এক তরুণী।
‘ইন্ডিয়ান স্কুল অফ বিজ়নেস’-এর ছাত্রী স্নেহা প্রভু সম্প্রতি ওই রেস্তোরাঁয় ‘পেরি পেরি কর্ন রিবস’ নামে একটি পদ অর্ডার করেন। এই পদটি চিজ, রসুন দিয়ে তৈরি বিশেষ সস এবং পেঁয়াজ শাকের কুচি দিয়ে পরিবেশিত হয়। তবে পরিবেশিত খাবারের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে স্নেহা জানান, বড় প্লেটে কয়েক টুকরো ভুট্টা, পাতিলেবু, সামান্য সস এবং পেঁয়াজ শাকের জন্য দাম রাখা হয়েছে ৫২৫ টাকা (কর ছাড়া)।স্নেহার পোস্টটি ভাইরাল হওয়ার পর নেটাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই খাবারটির দাম নিয়ে প্রশ্ন তুলেছেন। এক নেটিজেন মন্তব্য করেছেন, “৪৫ টাকার সেদ্ধ ভুট্টার দাম ৫২৫ টাকা!” আবার কেউ বলেছেন, “এটি ওভাররেটেড রেস্তোরাঁ।”
তবে অন্য পক্ষের মতে, খাবার অর্ডার করার সময় স্নেহা এর মূল্য সম্পর্কে অবগত ছিলেন এবং জেনেশুনেই পদটি অর্ডার করেছেন। একজন কমেন্ট করেছেন, “অর্ডার করার আগেই তো আপনি জানতেন প্লেটে কী আসতে চলেছে।”
বিরাটের রেস্তরাঁর খাবারের উচ্চমূল্য নিয়ে এই বিতর্ক নতুন নয়, তবে স্নেহার এই পোস্ট বিষয়টি আবার আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
রাজু