ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

দূরে থাকা সঙ্গীকে যেভাবে দেওয়া যাবে চুমুর প্রকৃত অনুভূতি!

প্রকাশিত: ০৯:২৪, ১৪ জানুয়ারি ২০২৫; আপডেট: ০৯:৪৪, ১৪ জানুয়ারি ২০২৫

দূরে থাকা সঙ্গীকে যেভাবে দেওয়া যাবে চুমুর প্রকৃত অনুভূতি!

ছবি: সংগৃহিত।

লং ডিস্ট্যান্স প্রেমে দূরত্ব মুছতে অভিনব চুম্বন যন্ত্র, সাড়া ফেলেছে বিশ্বজুড়ে

লং ডিস্ট্যান্স সম্পর্কের চ্যালেঞ্জ যেন নতুন কিছু নয়। শারীরিক নৈকট্যের অভাব অনেক সময়ই সম্পর্কের ভাঙনের কারণ হয়ে দাঁড়ায়। তবে এবার সেই সমস্যার সমাধানে আবির্ভূত হয়েছে এক যুগান্তকারী উদ্ভাবন। চিনের ছাংচউ ভোকেশনাল ইনস্টিটিউট অব মেকাট্রনিক টেকনোলজির গবেষক জিয়াং ঝংলি একটি অভিনব কিসিং ডিভাইস উদ্ভাবন করেছেন, যা দূরত্ব কমিয়ে সম্পর্ককে আরও উষ্ণ করতে সাহায্য করবে।

এই ডিভাইসটি মূলত সিলিকনের তৈরি একটি ঠোঁটের আকারের যন্ত্র, যা মোবাইল ফোনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এতে রয়েছে অত্যাধুনিক প্রেশার সেন্সর ও অ্যাকচুয়েটর, যা বাস্তবিক চুম্বনের স্পর্শ, চাপ, মুভমেন্ট এবং উষ্ণতাকে নিখুঁতভাবে পুনরুত্পাদন করতে সক্ষম। এমনকি চুম্বনের শব্দও এই ডিভাইসের মাধ্যমে প্রিয়জনের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।

ডিভাইসটি ব্যবহারের জন্য ইউজারকে প্রথমে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর এটি মোবাইলের চার্জিং পোর্টে ইউএসবি কেবল দিয়ে সংযুক্ত করতে হবে এবং সঙ্গীর মোবাইলে থাকা একই অ্যাপের সঙ্গে পেয়ার করতে হবে। ভিডিয়ো কলের পাশাপাশি এই ডিভাইসের সাহায্যে প্রিয়জনের ভার্চুয়াল চুম্বনের অনুভূতিও উপভোগ করা যাবে।

জিয়াং ঝংলি নিজেও লং ডিস্ট্যান্স সম্পর্কে থাকা অবস্থায় শারীরিক নৈকট্যের অভাব অনুভব করেন। সেই অভিজ্ঞতা থেকেই তিনি এই ডিভাইসটি উদ্ভাবন করেন। ডিভাইসটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। জনপ্রিয় সিটকম বিগ ব্যাং থিয়োরি-তে হাওয়ার্ডের তৈরি কিসিং ডিভাইসের সঙ্গে মিল খুঁজে পেয়ে অনেকে মজাও করেছেন।

যদিও ডিভাইসটি সাড়া জাগিয়েছে, তবুও একাংশের নেটিজেন এটিকে অশ্লীল ও বিতর্কিত হিসেবে আখ্যা দিয়েছেন। কেউ কেউ অপব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেননি। তবে অধিকাংশ মানুষই এটিকে এক অভিনব ও অদ্ভুত আবিষ্কার হিসেবে মেনে নিয়েছেন।

প্রযুক্তির জগতে এই ধরনের আবিষ্কার নিঃসন্দেহে বিপ্লব আনতে পারে। তবে এর যথাযথ ব্যবহারের ওপরেই নির্ভর করবে এর গ্রহণযোগ্যতা। লং ডিস্ট্যান্স সম্পর্কে থাকা মানুষদের জন্য এটি নিঃসন্দেহে আশার আলো।

কীভাবে সম্পর্ককে আরও সুন্দর ও গভীর করা যায়, তারই নিখুঁত উদাহরণ এই কিসিং ডিভাইস। আপনার প্রিয়জন দূরে থাকলেও তাঁর স্পর্শ আপনার হাতের নাগালেই।

সায়মা ইসলাম

×