ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

মিলে গেল বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী, সামনে কি আরও ভয়ংকর বিপদ!

প্রকাশিত: ২৩:০৪, ১৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ২৩:০৬, ১৩ জানুয়ারি ২০২৫

মিলে গেল বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী, সামনে কি আরও ভয়ংকর বিপদ!

ছবি: সংগৃহিত।

ইতিহাসের অন্যতম সুপরিচিত মিস্টিক বুলগেরিয়ান নারী বাবা ভাঙ্গা তার মৃত্যুর আগে ২০২৫ সাল নিয়ে বেশ কিছু অশুভ ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি বলেছিলেন, এ বছর বিশ্বের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পসহ একাধিক প্রাকৃতিক দুর্যোগ ঘটবে। এসব দুর্যোগের ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ, প্রাণহানি এবং জনগণের স্থানান্তর ঘটবে।

নতুন বছরের মাত্র ১৩ দিন পেরোতেই বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর সত্যতা যেন বিশ্বের সামনে ধরা দিচ্ছে। ইতোমধ্যে তিব্বতে এক ভয়াবহ ভূমিকম্পে কয়েকশ মানুষের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে, লস অ্যাঞ্জেলেসের একাংশ তীব্র দাবানলে পুড়ে ছারখার হয়ে গেছে, যার মধ্যে হলিউডের অনেক অঞ্চলও রয়েছে। অভিনেত্রী প্যারিস হিল্টনের কোটি কোটি টাকার বাড়িও আগুনে পুড়ে গেছে।

এর পাশাপাশি সৌদি আরবে নজিরবিহীন বন্যা দেখা দিয়েছে। মক্কা ও মদিনার মতো পবিত্র শহরগুলোও এই ভয়াবহ বন্যার কবলে পড়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, চলতি বছর বিশ্বজুড়ে তীব্র গরমের মুখোমুখি হতে হবে।

বাবা ভাঙ্গার আরও যেসব ভবিষ্যদ্বাণী রয়েছে তার মধ্যে রয়েছে ২০২৫ সালে ইউরোপে ভয়ংকর এক যুদ্ধ হবে। কেউ কেউ বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধের আরম্ভ এবছরই হয়ে যাবে। তিনি আরও বলেছেন, পৃথিবীর কোথাও না কোথাও যুদ্ধের আগুন জ্বলতে থাকবে।

এই পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে, ২০২৫ সাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কায় বিপর্যস্ত হচ্ছে বিশ্ব। ভবিষ্যতে আরও কী ঘটতে পারে, তা নিয়ে শঙ্কিত সবাই।

সূত্র: https://www.youtube.com/watch?v=xSvbhmhYlC0

সায়মা ইসলাম

×