একটি নান্দনিক গাছ ও ফুলের বাড়ি। ছুটির দিন বিকেলে ঘুরে এলাম ঢাকার গুলশান ২ নম্বরে অবস্থিত দারুণ নান্দনিক এক গাছ আর ফুলের বাড়ি থেকে। যার নাম ‘ইকেবানা এক্সপেরিয়েন্স সেন্টার।’ এটি মূলত একটি ল্যান্ডস্কেপিং, ফ্লোরাল ও প্লান্ট ডেকোরেটিভ সেন্টার। মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখা মিলবে একতলা বাড়ির উঠোনজুড়ে সাজানো ছোট-বড় নানা রকম গাছের মেলা। কোথাও শোভা পাচ্ছে লাল টকটকে জবা, কোথাও হলুদ কৃষ্ণচূড়া, রয়েছে বাহারি রঙের ক্যাকটাস-অর্কিডসহ হরেক রকম ফুল ও সৌন্দর্য বর্ধনকারী গাছ। মনে হবে এই গাছগুলো যেন সবুজের সমারোহে স্বাগত জানাচ্ছে। বাগানের প্রতিটা অংশই খুব যত্নে গড়ে তোলা হয়েছে। শহুরে কোলাহলময় জীবনে প্রকৃতির সান্নিধ্যে দারুণ সময় কাটানোর সুযোগ মেলে এখানে। বিভিন্ন আকৃতির টবে সুসজ্জিত আছে দেশী-বিদেশী বিরুৎ, গুল্ম এবং ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। মজার ব্যাপার হলো, গাছগুলোকে সাজানো হয়েছে এদের ধরন অনুযায়ী। যেসব গাছ রোদে বাঁচে, তাদের রোদেই রাখা হয়েছে, যেগুলোর জন্য রোদের প্রয়োজন নেই, সেসব গাছ রাখা হয়েছে ছায়ায়। ঘুরে দেখার পাশাপাশি চাইলে কেনাও যাবে এসব গাছ বা অন্যান্য উপহার সামগ্রী। এমনকি গাছ কেনার পাশাপাশি বাগান করা বা ল্যান্ডস্কেপিং সম্পর্কে ধারণা এবং পরামর্শও নেওয়া যাবে। চাইলে ডিজাইন, গাছপালা দিয়ে নিজের বাড়ি, ফ্ল্যাট বা ছাদবাগান সাজানোর ব্যাপারেও সরাসরি সহযোগিতা পাওয়া যাবে। ‘ইকেবানা’ মূলত প্রাচীন জাপানের ফুল সাজানোর একটি শিল্প। ফুল, শুকনো ডালপালা আর পাতার সমন্বয়ে নান্দনিক উপস্থাপনাই ইকেবানা হিসেবে পরিচিত। ইকেবানা এক্সপেরিয়েন্স সেন্টারের মূল কারিগর নীলুফার ফারুককে একটা ধন্যবাদ দিতেই হয় এত সুন্দরভাবে এই শিল্পচর্চাকে উপস্থাপন করার জন্য। ইকেবানায় বাগানের এক পাশে রয়েছে অজ ক্যাফে আর আরেক পাশে একটা আর্ট গ্যালারি। ক্যাফেতে বসে কফি খেতে খেতে প্রকৃতির মাঝে দারুণ একটা বিকেল কেটেছে আমাদের।