ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

নববধুর সাজ

শিউলী আহমেদ

প্রকাশিত: ১৮:২৪, ১২ জানুয়ারি ২০২৫

নববধুর সাজ

পারিবারিক সম্মতিতে তিন বছরের প্রেমের সফলতা পাচ্ছে আঁখি আর রাসেল। সামনেই বিয়ে। আঁখির ভাবনার শেষ নেই, কেমন সাজে দাঁড়াবে প্রিয় মানুষটির সামনে। তা ছাড়া সব সময় সাদামাটা থাকা আঁখি বিয়েতে একটু জাঁকজমক করেই সাজতে চায়। বিয়ের যত রকম গহনা আছে সবই সে পরবে। তবে হাল্কা গহনা চায়, যাতে দেখতে জবরজং না লাগে। তালিকা তৈরি হয়- তাজ, টায়রা-টিকলি, জাপটা, চিক, কণ্ঠহার, সীতাহার, টানাসহ নথ, চুড়ি, আংটি, চূড়, তাল। সোনালি চুড়ির সঙ্গে থাকবে কাচের চুড়িও, রিনিঝিনি বাজবে। শাড়ির সঙ্গে মিলিয়ে বিয়ে, বৌভাত এ আলাদা গহনার সাজ হবে। বিয়ের শাড়ি টুকটুকে লাল আর বৌভাত কোনো হাল্কা রঙের। বিয়ের দিন লাল শাড়ির সঙ্গে গোল্ড পরলেও বৌভাতে শাড়ির সঙ্গে মিলিয়ে স্টোনের গহনা পরতে চায় আঁখি। বসুন্ধরা সিটি শপিং মল থেকে খুব অল্প দামে বিয়ের জন্য কিনে নিল টায়রা-টিকলি, টানাসহ নথ, কানের দুলসহ সীতা হার। বৌভাতের শাড়ির সঙ্গে ম্যাচ করে নিল কাচের চুড়ি, স্টোনের টিকলি, জাপটা, কানের দুলসহ অক্সি-গোল্ডেন জড়োয়া হার, পার্লের ৬/৭ লহরির সীতাহার, আংটি। টানাসহ নথটাও নিল ম্যাচ করে। এবার মৌচাক মার্কেট থেকে নিল গোল্ডেন চুড়ি ২ ডজন, সঙ্গে বড় আংটি। আর বাকি টুকিটাকি।
বিয়ে নিয়ে প্রতিটি মেয়েরই অনেক স্বপ্ন থাকে। মনের মতো শাড়ি গহনা পড়ে নিজেকে রানীর মতো লাগবে, সবাই তাক লেগে যাবে তাকে দেখে। কিন্তু চরম দুর্মূল্যের বাজারে সেই স্বপ্ন পূরণ করা দুঃস্বপ্নের মতোই। আর যেখানে স্বর্ণের দাম দেড় লাখ ছুঁই ছুঁই, সেখানে মধ্যবিত্তের জন্য তা আকাশ কুসুম কল্পনাই বটে। তবে গা ভর্তি স্বর্ণের গহনার কথা এখন সবাই ভাবেও না। বরং শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে সবাই নির্ভর করে ইমিটেশন, গোল্ড প্লেটেড, স্টোনের গহনার ওপর। মনের মতো ডিজাইন করে গড়ে নেয় গহনা। এর মধ্যে রয়েছে ডায়মন্ড কাট জুয়েলারি। বিয়ের নেকলেসের জন্য সর্বাধিক ব্যবহৃত উপকরণগুলো অ্যালোয়, জিঙ্ক অ্যালোয়, জিরকন, মেটাল, কাচ, ক্রিস্টাল। আরও রয়েছে এডি স্টোন, কৃত্রিম মুক্তা, গোল্ড প্লেটেড, স্ফটিকস, রঙিন পুঁতি, জেমস, জয়পুরি, কুন্দন। তবে কনের মূল গহনা সেটটি সোনা, মুক্তা, প্লাটিনাম এবং হীরা দিয়ে একটি নিখুঁত নকশা তৈরি করা হয়ে থাকে। পুরো একটি সেট বা কয়েক রকম গহনা একসঙ্গে এক দোকান থেকে কিনলে দাম অনেকটা সাশ্রয় হবে। আলাদা করে নিলে দাম বেশি হবে। বুঝে দাম বলতে পারলে যে কোনো মার্কেট থেকেই বাজেটের মধ্যে পেয়ে যাবেন সব জিনিস। তাই যখনই মার্কেটে যাবেন, দাম সম্পর্কে ভালো আইডিয়া আছে এমন কাউকে সঙ্গে রাখবেন।
এসব গহনা এখন প্রায় প্রতিটি মার্কেটেই পাওয়া যায়। তবে একটু ভালো কোয়ালিটি আর অল্প দামের মধ্যে পেতে হলে যেতে পারেন গাউসিয়া, নিউ মার্কেট, চাঁদনী চক, আনারকলি, জাপান গার্ডেন সিটি, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ইত্যাদিতে। ডিজাইন, ধরন ও কোয়ালিটি অনুযায়ী দাম কম-বেশি হয়ে থাকে। দেখে মনের মতো ডিজাইনের আপনার বাজেটের মধ্যেই পেয়ে যাবেন গহনা। তা হলে আর চিন্তা কি? নিজের বাজেট অনুযায়ী নিয়ে নিন চমৎকার সব জুয়েলারিগুলো, আর নিজেকে রূপকথার রানীর মতো সাজিয়ে অপেক্ষা করুন স্বপ্নের রাজকুমারের জন্য।

×