ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

শপিং মলে নারীর জুতা খুলে নিল বাঁদর

প্রকাশিত: ১৪:২২, ১২ জানুয়ারি ২০২৫

শপিং মলে নারীর জুতা খুলে নিল বাঁদর

বাঁদরের তাণ্ডব

শীতের দুপুরে শপিংয়ে মেতেছে আমজনতা। কিন্তু তার কাটল এক বাঁদরের তাণ্ডবে। শপিং মলে তার বাঁদরামিতে অস্থির ক্রেতারা। কলা খাইয়েও শান্ত করা যায়নি। উল্টো এক নারীর মাথায় চড়ে বসেছে। পা থেকে ছিনিয়ে নিয়েছে জুতাও। আর এই ভিডিও হু হু করে ছড়িয়ে পড়েছে।

ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসিতে এ ঘটনাটি ঘটেছে। শনিবার (১১ জানুয়ারি) দুপুর নাগাদ সেখানকার সিটি কার মলে আচমকা ঢুকে পড়ে একটি বাঁদর। গোটা মল জুড়ে দাপিয়ে বেড়ায়। 

ভাইরাল ভিডিওতে দেখা যায়, পোশাক কিনতে আসা এক নারীর ঘাড়ে লাফিয়ে পড়ছে বাঁদরটি। আতঙ্কিত হয়ে পড়েন তিনি। ভয় পেয়ে বসে পড়েন মেঝেতে। ঠিক সেই সময়ে নারীর পা থেকে টেনে একপাটি জুতা খুলে নেয় বাঁদরটি। পাশে বসে মনের আনন্দে সেই জুতা চিবোতে থাকে।

বিপদ বুঝে বাঁদরটিকে ধরতে চেষ্টা করেন শপিং মলের কর্মীরা। কম্বলে জড়িয়ে তাকে পাকড়াও করার চেষ্টা চলে। কিন্তু যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ করে সে চড়ে বসে কাপড় ঝোলার র‍্যাকে। সেখান থেকে ফের ঝাঁপিয়ে পড়ে ক্রেতাদের উপর। কম্বলে জড়িয়ে ধরার চেষ্টা ছেড়ে অন্যভাবে তাকে আটকানোর চেষ্টা শুরু হয়। কলা এনে তাকে খাইয়ে শপিং মল থেকে বের করতে চান কর্মীরা। কিন্তু সেই চেষ্টাও ভস্মে ঘি ঢালার মতো ব্যর্থ। তবে শেষ পর্যন্ত কীভাবে বাঁদরটিকে বের করা হল, জানা নেই।

এম হাসান

×