ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

চলন্ত বাইকে দুরন্ত বেপরোয়া রোম্যান্স!

প্রকাশিত: ১১:৫৪, ১২ জানুয়ারি ২০২৫

চলন্ত বাইকে দুরন্ত বেপরোয়া রোম্যান্স!

যুগলের দুঃসাহসিক প্রেম

প্রেম সত্যিই সিগন্যাল মানে না। জীবন তো বটেই, রাস্তাতেও এবার সে বড় বেপরোয়া। তেমনই ছবিই এবার দেখা গেল কানপুরের রাস্তায়। ছুটন্ত বাইকের তেলের ট্যাঙ্কে এলোকেশীকে মুখোমুখি বসিয়ে রোম্যান্সে মত্ত চালক প্রেমিক। দুরন্ত গতিতে ছুটে চলা বাইকে আদিম প্রেমে এতটাই মেতে উঠেছে যুগল যে আশেপাশের পৃথিবী তখন নিভে গিয়েছে তাঁদের কাছে। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ভিডিওর সূত্র ধরেই যুগলকে শিক্ষা দিতে তৎপর পুলিশ।

সোশাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, এক যুবক তার নারী সঙ্গীকে কোলে তুলে ওই অবস্থাতেই চড়ে বসেছেন কালো রঙের বাইকে। তেল ট্যাঙ্কের উপর যুবতীকে মুখোমুখি বসিয়ে বাইকে স্টার্ট দিলেন তিনি। এরপর দ্রুত গতিতে ছুটে চলে বাইক। বাইক চলছে ঠিকই তবে চালক মেতে রয়েছেন সঙ্গিনীর সঙ্গে রোম্যান্সে। গোটা ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই ট্রাফিক নিয়ম ভাঙা ওই যুগলের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছেন নেটিজেনরা। বিষয়টি নজরে পড়তেই তৎপর হয় পুলিশ।

ভারতের কানপুরের গঙ্গা ব্যারেজ অঞ্চলের এই ঘটনা, যা নওয়ানগঞ্জ থানার অন্তর্গত। ভিডিওটি কবেকার তা অবশ্য জানা যায়নি। সোশাল মিডিয়ায় ভিডিওটি তুলে ধরে কানপুর পুলিশকে ট্যাগ করে পদক্ষেপের দাবি জানিয়েছেন এক নেটিজেন। এরপরই পুলিশের তরফে সেখানে প্রত্যুত্তর দেওয়া হয়। 

পুলিশ জানায়, বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত শুরু হয়েছে। ভিডিওটিতে চালকের আসনে যে যুবক বসে রয়েছেন তিনি কানপুরের আবাস বিকাশ এলাকার বাসিন্দা। ট্রাফিক আইন ভাঙার অভিযোগে এর আগে অন্তত ১০ বার তাকে জরিমানা করেছে পুলিশ। তারপরও হুঁশ ফেরেনি যুবকের। অনুমান করা হচ্ছে, রিলস বানানোর জন্যই এই কাণ্ড ঘটিয়েছেন ওই যুগল।

এম হাসান

×