ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

কোরআনের আয়াত শেখানোর দায়ে মা-সন্তানের কারাদণ্ড

প্রকাশিত: ১০:৪৪, ১২ জানুয়ারি ২০২৫

কোরআনের আয়াত শেখানোর দায়ে মা-সন্তানের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

চীনে ৪৯ বছর বয়সী এক উইঘুর নারীকে কোরআন থেকে আয়াত শেখানোর জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই নারী, যার নাম সেলিহান রোজি, প্রতিবেশী এবং দুই সন্তানকে কোরআন শিক্ষায় যুক্ত করার জন্য চীনের সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। দেশটির কর্মকর্তারা রেডিও ফ্রি এশিয়াকে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে জানানো হয়, সেলিহান রোজিকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাকে চীনের শিনজিয়াং প্রদেশের একটি কারাগারে রাখা হবে। রোজির দুই সন্তানকে ১০ বছর এবং ৯ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে, এবং তার প্রতিবেশীকে ৯ বছর জেল দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা অবৈধ ধর্মীয় শিক্ষায় অংশগ্রহণ করেছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, ২০২২ সালে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়, চীনের শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলমানদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। এর আগে, ২০২১ সালে এক গবেষণায় বলা হয়েছিল যে, চীনের সরকার যে জন্মনিয়ন্ত্রণ নীতি প্রয়োগ করছে, তাতে শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের জনসংখ্যা আগামী ২০ বছরে এক-তৃতীয়াংশ পর্যন্ত কমে যেতে পারে।

নুসরাত

×