ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

চিন্তা বাড়াচ্ছে ’টাক ভাইরাস’, ৩ দিনেই ফাঁকা হচ্ছে মাথা!

প্রকাশিত: ১২:১১, ১১ জানুয়ারি ২০২৫

চিন্তা বাড়াচ্ছে ’টাক ভাইরাস’, ৩ দিনেই ফাঁকা হচ্ছে মাথা!

ছবি: সংগৃহীত।

ভারতের মহারাষ্ট্রের বুলধানা গ্রামে এক অদ্ভুত ও আতঙ্কজনক রোগের প্রাদুর্ভাব ঘটেছে, যার ফলে অনেকের চুল হঠাৎ করে পড়ে যাচ্ছে এবং মাথা সম্পূর্ণ ফাঁকা হয়ে যাচ্ছে মাত্র তিন দিনের মধ্যে। এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

গত কয়েকদিনে বুলধানা জেলার তিনটি গ্রামে প্রায় ৩০-৪০ জন গ্রামবাসী অভিযোগ করেছেন যে, তাদের চুল হঠাৎ করে দ্রুত পড়ছে, এবং কিছু ক্ষেত্রে কয়েকদিনের মধ্যে পুরো মাথার চুল চলে গেছে। এমন অস্বাভাবিক ঘটনা দেখে গ্রামবাসীরা বিষয়টির রহস্য খুঁজে বের করার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন এবং তিনটি গ্রাম থেকে জল নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। একটি বিশেষজ্ঞ দলের সদস্য, যিনি ত্বক এবং চর্মরোগের বিষয়ে অভিজ্ঞ, জানিয়েছেন যে, প্রায় ৯৯ শতাংশ ক্ষেত্রে মাথার ত্বকে ছত্রাকের সংক্রমণ পাওয়া গেছে, যা চুল পড়ার কারণ হতে পারে।

এক যুবক জানান, গত ১০ দিন ধরে তার চুল দ্রুত পড়ছে এবং তার দাড়িও পড়তে শুরু করেছে। এ ঘটনার পর অনেকেই মাথা ন্যাড়া করে ফেলেছেন। জেলা স্বাস্থ্য আধিকারিক অমল গীতে বলেন, "যত দ্রুত সম্ভব আমরা এই ঘটনার তদন্ত শুরু করেছি এবং স্থানীয় চিকিৎসকরা বিষয়টির গভীরভাবে তদন্ত করছেন।"

গ্রামবাসীদের মধ্যে এই অদ্ভুত রোগের প্রাদুর্ভাব নিয়ে নানা প্রশ্ন উঠেছে, তবে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন যে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হবে।

নুসরাত

×