ছবি: সংগৃহীত।
প্রতারণার নতুন নতুন কৌশল প্রতিদিনই আবিষ্কার করছেন অপরাধীরা। তবে ভারতের বিহারের তিন সাইবার প্রতারকের একটি কাণ্ড সত্যিই তদন্তকারীদের চমকে দিয়েছে। তারা এক অভিনব উপায়ে প্রতারণার জাল বিছিয়েছিল। নারীদের অন্তঃসত্ত্বা করতে বলেছিল তারা! এমনকি, যদি কোনো নারী অন্তঃসত্ত্বা হতে পারতেন, তাহলে তাদেরকে ১০ লাখ রুপি পুরস্কৃত করা হতো। আর যদি তারা সফল হতে না পারতেন, তবে ৫০ হাজার থেকে ৫ লাখ রুপি পর্যন্ত অর্থ দেওয়া হতো।
এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, সাইবার অপরাধীরা প্রচুর অর্থের লোভ দেখিয়ে চাকরির প্রস্তাব দিতেন, যার মাধ্যমে অনেকেই তাদের ফাঁদে পা দিত। প্রস্তাব গ্রহণের পর, চাকরি পেতে ‘রেজিস্ট্রেশন ফি’ হিসেবে ৫০০ থেকে ২০,০০০ রুপি পর্যন্ত জমা দেওয়ার জন্য বলা হতো।
সম্প্রতি, বিহারের নওয়াদা জেলার কাহুয়ারা গ্রামে পুলিশ একটি তল্লাশি অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তদন্তকারীদের মতে, এই তিন যুবক একটি ভুয়া সংস্থা ‘বেবি বার্থ সার্ভিস’ চালাচ্ছিলেন। তারা এই সংস্থার মাধ্যমে ভারতের বিভিন্ন রাজ্যের যুবকদের সঙ্গে যোগাযোগ করে চাকরির প্রস্তাব দিতেন।
এখন পুলিশ তদন্ত করছে, কতজন মানুষ এই প্রতারণার শিকার হয়েছেন।
নুসরাত