ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

১৬ কোটি টাকা ১ কেজি চায়ের দাম!

প্রকাশিত: ২০:০৯, ১০ জানুয়ারি ২০২৫; আপডেট: ২০:২৬, ১০ জানুয়ারি ২০২৫

১৬ কোটি টাকা ১ কেজি চায়ের দাম!

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫-এ এক কেজি চায়ের দাম ১৬ কোটি টাকা! বিশ্বাস করতে কষ্ট হতে পারে, তবে নিজ চোখে দেখে আসতে পারেন বাংলাদেশ চা বোর্ডের স্টলে। সেখানে প্রদর্শিত বিশ্বের সবচেয়ে দামি এই চা আপনাকে মুগ্ধ করবে।

বাংলাদেশ চা বোর্ডের প্রতিনিধি জানান, এই চা বিশেষ ধরনের হোয়াইট টি, যা সাধারণত বিদেশে ১-১.৫ লাখ টাকা কেজি দামে বিক্রি হয়। মেলায় এই চা ৩০ গ্রাম প্যাকেটে ১০০০ টাকা মূল্যে আনলেও, বিশেষ ছাড়ে এটি ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। এই চা তৈরি হয় কেবলমাত্র চা গাছের কুঁড়ি (গ্রিন বাট) থেকে। এক কেজি চায়ের জন্য প্রয়োজন হয় ছয় কেজি গ্রিন বাট এবং তা সংগ্রহে ১০০ জন শ্রমিকের শ্রম লাগে। এর পাশাপাশি প্রসেসিং-এর নানা জটিল ধাপ পাড়ি দিতে হয়।

বিশ্বের সবচাইতে দামি চায়ের তালিকায় থাকা "গোল্ডেন টি"-এর কথা উল্লেখ করে তিনি জানান, এই চা ইংল্যান্ডে এক কেজির দাম ১৬ কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে, কারণ এতে স্বর্ণের মিশ্রণ থাকে। বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে এটি মেলায় নিয়ে আসা হয়েছে। এই চায়ের স্বর্ণ-সদৃশ রঙ ও গুণমান দর্শনার্থীদের আকর্ষণ করছে।

আপনি যদি চায়ের এই অসাধারণ দুনিয়া সম্পর্কে আরও জানতে চান, তাহলে মেলার বাংলাদেশ চা বোর্ডের স্টলটি দেখতে ভুলবেন না!

রাজু

×