ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

কেএফসি নিয়ে এলো নতুন “হট ন্যাশভিল যিঙ্গার”

প্রকাশিত: ১৬:৪৩, ১০ জানুয়ারি ২০২৫

কেএফসি নিয়ে এলো নতুন “হট ন্যাশভিল যিঙ্গার”

হট ন্যাশভিল যিঙ্গার

বিশ্ববিখ্যাত ফাস্ট ফুড ব্র্যান্ড কেএফসি, যা বাংলাদেশে “ট্রান্সকম ফুডস লিমিটেড” এর মাধ্যমে ২০০৬ সাল থেকে পরিচালিত হয়ে আসছে, এবার গ্রাহকদের জন্য নিয়ে এলো নতুন এবং আকর্ষণীয় “হট ন্যাশভিল যিঙ্গার”।

নতুন এই বার্গারটি বিশেষ আমেরিকান স্বাদের টক-ঝাল সংমিশ্রণে প্রস্তুত, যা ন্যাশভিল শহরের অনন্য স্বাদের অভিজ্ঞতা দেবে। এতে রয়েছে ৪.৫ ইঞ্চি নরম ক্যারামেলাইজড বান, ফ্রেশ পেঁয়াজ, লেটুস, টমেটো, ক্যাপসিকাম, ঝাঁঝালো হ্যালাপেনো, চিজ এবং ক্রিস্পি চিকেন ফিলে। প্রতিটি বাইটেই রয়েছে ঝাঁঝালো এবং মচমচে স্বাদের চমৎকার কম্বিনেশন।

এই নতুন বার্গারটি দেশের প্রতিটি কেএফসি আউটলেটে পাওয়া যাবে। গ্রাহকরা ডাইন-ইন, টেকঅ্যাওয়ে, অনলাইন অর্ডার, কল ফর ডেলিভারি অথবা কেএফসি অ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারবেন।

“হট ন্যাশভিল যিঙ্গার” উপভোগ করতে এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ কেএফসি আউটলেটে, অথবা অর্ডার করুন অনলাইনে: www.kfcbd.com/menu/hot-nashville-zinger

×