ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ম্যাচ চলাকালীন বিয়ের প্রস্তাব, স্টেডিয়ামেই সন্তান প্রসব!

প্রকাশিত: ১৭:০২, ২৩ ডিসেম্বর ২০২৪

ম্যাচ চলাকালীন বিয়ের প্রস্তাব, স্টেডিয়ামেই সন্তান প্রসব!

দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। গতকাল রবিবার সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে গ্যালারিতেও ঘটেছে একাধিক তাক লাগানো ঘটনা। ‘পিংক ডে ওয়ানডে’ ম্যাচটি চলাকালীন সময়ে প্রসব বেদনা উঠল এক তরুণীর। এছাড়া গ্যালারিতে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন এক তরুণ।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, জোহানেসবার্গের ওয়ান্ডার্স ক্রিকেট স্টেডিয়ামে খেলা চলাকালীন এক তরুণীর প্রসবযন্ত্রণা শুরু হয়। সঙ্গে সঙ্গে তাকে স্টেডিয়ামের মধ্যে থাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন ওই তরুণী। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে এই খুশির খবর জানিয়ে লেখা হয়- 'স্টেডিয়ামেই পুত্রের জন্ম হওয়ায় মিস্টার ও মিসেস রাবেংকে শুভেচ্ছা।'

 

ওয়ান্ডার্সে খেলা চলাকালীন আরও একটি চমৎকার দৃশ্য দেখা যায়। প্রেমিকার সামনে হাঁটু মুড়ে বিয়ের প্রস্তাব দেন এক তরুণ। পাশে মাইক্রোফোন নিয়ে গান গাইতে দেখা যায় একজনকে। আচমকা এই বিয়ের প্রস্তাবে প্রথমে একটু থতমত খেয়ে যান তরুণী। পরে অবশ্য তরুণের দেওয়া আংটি তিনি গ্রহণ করেন। সেই দৃশ্য দেখে করতালির মাধ্যমে স্বাগত জানান দর্শকরা।

প্রথম এক দিনের ম্যাচ ৩ উইকেটে জিতেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচ তারা জিতেছিল ৮১ রানে। জোহানেসবার্গে তৃতীয় ওয়ানডে ম্যাচে বাগড়া দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত ডাকওয়ার্থ লুইস আইনে ৩৬ রানে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৪৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০৮ রান করেছিল বাবর আজমের দল। জবাবে ৪২ ওভারে ২৭১ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

শিহাব

×