ছবি: সংগৃহীত।
গরমের দিনে কিংবা বর্ষাকালে, মশা আমাদের অন্যতম অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। রাতে ঘুমানোর সময় হঠাৎ কানের কাছে ভনভন শব্দ শোনা যায়। অনেকেই হয়তো ভাবেন, কেন মশাগুলি কানের কাছে এই শব্দ করে? এটি কি কোনো বিশেষ উদ্দেশ্যে হয়, না শুধু এক অস্বস্তিকর ঘটনা? এই ফিচার নিউজে আমরা জানব মশা কেন কানে ভনভন করে এবং এর পিছনে বৈজ্ঞানিক কারণ কী।
মশার এই পরিচিত শব্দটির পেছনে একটি বিশেষ কারণ রয়েছে। এটি আসলে মশার ডানার ঝাপটানোর ফলে তৈরি হয়। মশা যখন উড়তে থাকে, তখন তার পাখার গতির কারণে বাতাসের সঙ্গে তার পাখার ঝাপটায় এই শব্দ তৈরি হয়। তবে এই ভনভন শব্দটি শুধুমাত্র কানের কাছে বাজে কেন? এর কারণ হলো মশার ডানার ঝাপটানোর গতি। সাধারণত, মশার ডানার গতি প্রতি সেকেন্ডে প্রায় ৫০০-৬০০ বার হয়, যা আমাদের শ্রবণ ক্ষমতাকে উত্তেজিত করে। বিশেষ করে, যখন মশা খুব কাছে চলে আসে, তখন এই শব্দটি আমাদের কানে আরো বেশি স্পষ্ট হয়ে ওঠে।
তবে শুধু শব্দই নয়, মশা কানে চলে আসে কারণ সে তার লক্ষ্য স্থির করতে চায়। মশা মূলত তাপ এবং ঘ্রাণের প্রতি আকৃষ্ট হয়। মানুষের শরীরের তাপ এবং শরীরের নিঃসৃত কার্বন ডাই অক্সাইড তার জন্য অন্যতম আকর্ষণীয় উপাদান। যখন আপনি ঘুমাচ্ছেন, তখন শরীরের তাপমাত্রা ও নিঃসৃত গ্যাসের কারণে মশা কানের কাছে চলে আসে। এটি তার খাবারের উৎসের দিকে সোজা এগিয়ে চলে—যা আমাদের রক্ত।
এটি শুধুমাত্র বিরক্তিকর নয়, মশার কামড় থেকে রোগ সংক্রমণের ঝুঁকিও রয়েছে। তাই এই ভনভন শব্দ শোনার পর দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
নুসরাত