ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

৫০০ টাকা তুলতে গিয়ে পাঁচ ঘণ্টার জন্য কোটিপতি শিক্ষার্থী!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৫:১৯, ২২ ডিসেম্বর ২০২৪

৫০০ টাকা তুলতে গিয়ে পাঁচ ঘণ্টার জন্য কোটিপতি শিক্ষার্থী!

ভারতের বিহারের মুজাফ্ফরপুরের নবম শ্রেণির শিক্ষার্থী সাইফ আলি মাত্র ৫০০ টাকা তুলতে গিয়ে নিজের অ্যাকাউন্টে ৮৯ কোটি ৬৫ লাখ টাকা দেখতে পান। ঘটনাটি ঘটে শুক্রবার চন্দনপট্টি এলাকায়।

সাইফ একটি সাইবার ক্যাফে থেকে ৫০০ টাকা তোলার পর ব্যালান্স চেক করতে গিয়ে হতবাক হন। অ্যাকাউন্টে অস্বাভাবিক এই পরিমাণ টাকা দেখে পরিবারের সঙ্গে বিষয়টি শেয়ার করেন। পরে ব্যাংকের সহায়তা কেন্দ্রে খোঁজ নিয়ে দেখা যায়, অতিরিক্ত জমা হওয়া অর্থ দ্রুত কেটে নেওয়া হয়েছে।

ব্যাংক অ্যাকাউন্টে টাকা কেটে নেওয়ার পর সাইফের অ্যাকাউন্টে মাত্র ৫৩২ টাকা জমা থাকে। বিষয়টি ব্যাখ্যা করতে ব্যাংক কোনো মন্তব্য করেনি, তবে তদন্ত চলছে।

সাইবার অপরাধ দমন বিভাগের মতে, কোনো সাইবার অপরাধী সাইফের অ্যাকাউন্ট ব্যবহার করে লেনদেন করায় এ ঘটনা ঘটতে পারে। তবে শিক্ষার্থীর পরিবার এ বিষয়ে কোনো অভিযোগ জানায়নি।

জাফরান

×