ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশ কোনটা?

প্রকাশিত: ১৮:৫৯, ২০ ডিসেম্বর ২০২৪

বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশ কোনটা?

ছবিঃ সংগৃহীত।

শিক্ষা শুধুমাত্র একটি শব্দ নয়, এটি হলো একটি জাতি গড়ার অস্ত্র। আর শিক্ষার কোন বিকল্প নেই। তাইতো বলা হয়, "শিক্ষাই জাতির মেরুদণ্ড।"

শিক্ষা ছাড়া প্রতিটি মানুষই অচল। কিন্তু সারা বিশ্বে কোন দেশ শিক্ষায় সবচেয়ে বেশী শ্রেষ্ঠ তা অনেকেরই অজানা!

বিশ্বের সবচেয়ে বেশী শিক্ষিত দেশের কথা উঠলে অনেকেই আমেরিকা, ইংল্যান্ড এসব দেশের নাম মনে করেন। কিন্তু তা সম্পূর্ণই ভুল একটি ধারণা।

শিক্ষার দিক থেকে যুক্তরাষ্ট্র ব্রিটেনের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে।

Organisation Of Economic Co-operation And Development (OECD) এর রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সবথেকে শিক্ষিত দেশের তালিকায় রয়েছে কানাডা। আর এখানে শিক্ষা বলতে উচ্চ থেকে উচ্চতর শিক্ষার কথা বলা হয়েছে। 

কানাডার প্রায় ৫৯.৯৬% মানুষ উচ্চশিক্ষায় শিক্ষিত।সেই সাথে জাপান ৫২.৬৮% হার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। 

আমেরিকা ও ব্রিটেন আছে ৬ এবং ৮ নম্বর তালিকায়। আর ৩ নম্বরে আছে লুক্সেমবার্গ। অবাক করা ব্যাপার হলো দক্ষিণ কোরিয়াও পিছিয়ে নেই। আমেরিকাকে পিছনে ফেলে দক্ষিণ কোরিয়া রয়েছে ৪র্থ স্থানে। ইজরায়েল রয়েছে ৫ স্থানে এবং আয়ারল্যান্ড রয়েছে ৭ম স্থানে।

উল্লেখ্য, বিশ্বের সবথেকে শিক্ষিত দেশের তালিকায় স্থান করে নিতে পারেনি বাংলাদেশ কিংবা পার্শ্ববর্তী দেশ ভারতও। কারণ ভারতে উচ্চ শিক্ষায় শিক্ষিতের সংখ্যা মাত্র ৪ শতাংশ।

রিয়াদ

×