ছবিঃ সংগৃহীত
৬৩ বছর বয়সী সৌদি ব্যক্তি ৫৩ বার বিয়ে করেছেন সত্যিকারের ভালোবাসা খুঁজতে
সৌদি আরবের একজন ৬৩ বছর বয়সী ব্যক্তি সম্প্রতি সংবাদমাধ্যমে আলোচিত হয়েছেন, কারণ তিনি জীবনে মোট ৫৩ বার বিয়ে করেছেন। তার দাবি, এই সমস্ত বিয়ে তিনি করেছেন শুধুমাত্র সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়ার আশায়।
এই ব্যক্তির নাম আবু আব্দুল্লাহ। পেশায় ব্যবসায়ী? তিনি জানান, তার প্রথম বিয়ে হয়েছিল যখন তিনি ২০ বছর বয়সে। প্রথম স্ত্রীকে ভালোবাসলেও কিছু কারণবশত তাদের দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি। এরপর তিনি বিভিন্ন সময়ে একাধিক বিয়ে করেন। তার মধ্যে কিছু বিয়ে কয়েকদিনের জন্য স্থায়ী হয়েছিল, আবার কিছু বিয়ে কয়েক মাস বা বছরের জন্য।
আবু আব্দুল্লাহ বলেছেন, "আমার লক্ষ্য ছিল সবসময়ই মানসিক শান্তি ও সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া। আমি কোনো নারীর সঙ্গে অন্যায় করতে চাইনি। আমার সব বিয়েই আইনত ও সামাজিকভাবে বৈধ ছিল।"
তবে ৫৩ বার বিয়ে করার পর অবশেষে তিনি একজন নারীকে খুঁজে পেয়েছেন, যাকে তিনি তার "আসল সঙ্গী" মনে করেন। বর্তমানে তিনি এই স্ত্রীকেই নিয়ে সুখী জীবনযাপন করছেন এবং আর কোনো বিয়ের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন।৫৩ তে থামবেন ৬৩-র ব্যবসায়
এই ঘটনা সৌদি আরবসহ বিভিন্ন দেশে তীব্র আলোচনা সৃষ্টি করেছে। অনেকে এটিকে "অস্বাভাবিক" মনে করছেন, আবার কেউ কেউ তার সাহসিকতা ও প্রেমের প্রতি নিবেদনকে শ্রদ্ধা জানাচ্ছেন।
জাফরান