ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

এক বোতল কোক জীবন থেকে কেড়ে নেয় ১২ মিনিট

প্রকাশিত: ২৩:৪১, ১৯ ডিসেম্বর ২০২৪

এক বোতল কোক জীবন থেকে কেড়ে নেয় ১২ মিনিট

দ্য হিন্দুস্তান টাইমসের খবর বলছে,  কোকাকোলা এক বোতল বা ক্যানজাত কোকাকোলা মানুষের জীবনের অন্তত ১২ মিনিট সময় কমিয়ে দেয়।

 

যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিতত্ত্ব বিভাগের অধ্যাপক লুইস আলবের্তো জামোরার নেতৃত্বে পরিচালিত এই গবেষণা একটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়, শুধু কোকাকোলাই নয়, ফাস্টফুড এবং প্রক্রিয়াজাত খাবার মানুষের আয়ুষ্কাল উল্লেখযোগ্য হারে কমিয়ে দেয়।  একটি হটডগ ৩৬ মিনিট আয়ু কমায়, আর এর সঙ্গে কোকাকোলা যোগ হলে আরও ১২ মিনিট কমে। একটি চিজবার্গার এবং বেকনের একটি ফালি আয়ু কমায় ৯ মিনিট করে।  
  
বিশ্ববিখ্যাত ফাস্টফুড চেইন যেমন ম্যাকডোনাল্ডসের বার্গার, পিৎজা, হটডগসহ অন্যান্য খাবার প্রক্রিয়াজাত এবং অতিপ্রক্রিয়াজাত উপাদান দিয়ে তৈরি। এসব খাবারে থাকা চিনি, লবণ, ক্যালরি এবং অন্যান্য ক্ষতিকর উপাদান আয়ুষ্কাল হ্রাসের জন্য দায়ী।  

ফুয়াদ

×