ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১

বিবিএ কোর্স ছেড়ে হলেন চা বিক্রেতা , বছরে কামান কোটি টাকা

অনলাইন রির্পোটার

প্রকাশিত: ১২:৪৯, ১৯ ডিসেম্বর ২০২৪

বিবিএ কোর্স ছেড়ে  হলেন চা বিক্রেতা , বছরে কামান কোটি টাকা

সঞ্জিত কোন্ডা

বিবিএ ছেড়ে চায় ব্যবসা, মাত্র এক বছরে কোটি টাকার কোম্পানি প্রতিষ্ঠিত!

ভারত থেকে আসা এক ছাত্র, সঞ্জিত কোন্ডা হাউস, তার বিবিএ কোর্স ছেড়ে অস্ট্রেলিয়ায় শুরু করেছেন 'ড্রপআউট চায়ওয়ালা' নামক একটি চায়ের ব্যবসা। মাত্র এক বছরের মধ্যে, তার এই উদ্যোগ কোটি টাকার ব্যবসায় পরিণত হয়েছে।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে লা ট্রোব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ছেড়ে চায়ের ব্যবসা শুরু করেন সঞ্জিত। মেলবোর্নে কফির সংস্কৃতি প্রচলিত হলেও, সঞ্জিত ছোটবেলা থেকেই চায়ের প্রতি গভীর আগ্রহী ছিলেন এবং একটি স্বতন্ত্র কিছু তৈরির ইচ্ছা ছিল। এই ধারণাকে এগিয়ে নিতে তিনি আসরার নামক একজন বিনিয়োগকারীর সাহায্য নেন।

'ড্রপআউট চায়ওয়ালা' চায়ের ব্যবসাটি খুব দ্রুত জনপ্রিয়তা পায়, শুধুমাত্র ভারতীয় সম্প্রদায়ের মধ্যে নয়, বরং স্থানীয় অস্ট্রেলিয়ান এবং হিস্পানিকদের মধ্যেও। ভারতীয়রা বিশেষভাবে উপভোগ করছে 'বম্বে কাটিং' চা, আর অস্ট্রেলিয়ানরা বেশি পছন্দ করছে সুস্বাদু 'মাসালা চা'।

এখন সঞ্জিতের আশা, আগামী মাসে তার ব্যবসার আয় প্রায় ১ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৫.২ কোটি রুপি) পৌঁছাবে, কর এবং অন্যান্য খরচ বাদ দেওয়ার পর। 'ড্রপআউট চায়ওয়ালা' ভারত থেকে চা আমদানি করে এবং অস্ট্রেলিয়ায় পড়াশোনা করা ভারতীয় ছাত্রদের জন্য আংশিক সময়ের কাজের সুযোগও প্রদান করে।

জাফরান

×