ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

স্ত্রীর করা যৌতুক মামলায় প্রাণ গেল তিন জনের!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৪:২২, ১৮ ডিসেম্বর ২০২৪

স্ত্রীর করা যৌতুক মামলায় প্রাণ গেল তিন জনের!

ভারতের  রাজস্থানের বিগমি  গ্রামে এক মর্মান্তিক ঘটনায় মা ও তার দুই ছেলে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মৃতরা হলেন নবরতন সিং (২৭), তার ভাই প্রদীপ সিং (২৪) এবং তাদের মা ভানওয়ারি দেবী।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক বিরোধ থেকেই এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে একটি সুইসাইড নোট পাওয়া গেছে, যা তদন্তের জন্য জব্দ করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মৃত্যুর আগে নবরতন সিং সোশ্যাল মিডিয়ায় কিছু স্ক্রিনশট শেয়ার করেছিলেন, যেখানে কয়েকজনের বিরুদ্ধে তাদের মানসিক যন্ত্রণা ও পরিস্থিতির জন্য দায়ী থাকার অভিযোগ করা হয়েছে।

পরিবারটি পণ-সংক্রান্ত একটি মামলার চাপে মানসিকভাবে বিপর্যস্ত ছিল বলে জানা গেছে। পুলিশ সবদিক খতিয়ে দেখছে।

জাফরান

×