ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

৪৩ বছরে ১২ বার ডিভোর্স !

প্রকাশিত: ০৯:৫৫, ১৮ ডিসেম্বর ২০২৪

৪৩ বছরে ১২ বার ডিভোর্স !

চার দশকের দাম্পত্যে প্রেমে অন্ধ এক দম্পতির অদ্ভুত কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। ৪৩ বছরে ১২ বার ডিভোর্স করে আবার বিয়ে করেছেন তাঁরা। শেষমেশ ফাঁস হয়েছে তাঁদের চতুর প্রতারণার পরিকল্পনা।
অস্ট্রিয়ার সরকারি বিধবা ভাতা পাওয়ার জন্যই এই নাটক সাজিয়েছিলেন বৃদ্ধা। আইন অনুসারে, ডিভোর্স বা স্বামী মারা গেলে বিধবা ভাতা হিসেবে ২৮,৩০০ ডলার পাওয়া যায়। বারবার ডিভোর্স দিয়ে এই ভাতা হাতিয়েছেন তিনি। অর্থ পাওয়ার পর আবার পুরনো স্বামীকেই বিয়ে করতেন।


১২তম ডিভোর্সের পর পেনশন ইনস্যুরেন্স ইনস্টিটিউটে যাচ্ছিলেন বৃদ্ধা। তদন্ত চলাকালীন এই ভুয়া নাটকের রহস্য উন্মোচিত হয়। বর্তমানে তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এত বছর ধরে পরিকল্পনা করে প্রতারণা চালিয়ে গেলেও অবশেষে শেষরক্ষা হলো না!

জাফরান

×