কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার গণসংগীত সংগঠন সমন্বয় পরিষদের বিজয় উৎসবে সংগীত পরিবেশন করে ঋষিজ শিল্পীগোষ্ঠী
কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে মাইকে ভেসে আসছে সম্মেলক কণ্ঠে গান ‘বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও ভাঙো’। বিজয়ের আনন্দে, দেশের প্রতি ভালোবাসার এমন বহির্প্রকাশ ঘটেছে ঋষিজ শিল্পীগোষ্ঠীর শিল্পীদের কণ্ঠে। লাল-সবুজের মিশেলে দারুণ এক অনুভূতি বিরাজ করছিল পুরো শহীদ মিনার অঙ্গনে। ‘তোরা সব জয়ধ্বনি কর’ প্রতিপাদ্যে গণসংগীত সমন্ব^য় পরিষদের বিজয় উৎসব ২০২৪ উদ্যাপন হয় মঙ্গলবার বিকেলে। নাচ, গান, আবৃত্তি আর কথামালায় উৎসব ছিল প্রাণবন্ত।
বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি, সংগীত শিল্পী কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে ছিল সংক্ষিপ্ত আলোচনা। এতে স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট। অনুষ্ঠানে বক্তারা বলেন, এবারের বিজয় উৎসবের প্রতিপাদ্য ‘তোরা সব জয়ধ্বনি কর’। এ প্রতিপাদ্য শুধু উৎসবসজ্জার বিষয় নয়, এর মধ্যে নিহিত রয়েছে সব মানুষের মিলিত প্রয়াসে এক শান্তির দেশ গড়ার ইঙ্গিত।
ইতিহাস ও ঐতিহ্যের পথ ধরে জীবন যাপন করতে পারাটাই হচ্ছে সাংস্কৃতিক অধিকার। ভাষা আন্দোলনের মাধ্যমে বিকশিত হয়েছে বাঙালির জাতিসত্তা। আর এই বাঙালি জাতির রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে সংস্কৃতি। বক্তারা বলেন, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছি, এ সংগ্রাম চলবে। এটি আমাদের প্রত্যয় এবং প্রতিজ্ঞা। এ সময় বক্তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় শামিল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সন্ত্রাস-সাম্প্রদায়িকতাবিরোধী দলীয় গণসংগীত পরিবেশন করে দেশের অগ্রগণ্য গণসংগীত দল ঋষিজ শিল্পীগোষ্ঠী, ক্রান্তি শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, পঞ্চভাস্কর, সমস্বর ও উঠোন।
একক গণসংগীত পরিবেশন করেন শিল্পী কাজী মিজানুর রহমান, সমর বড়ুয়া, অলোক দাসগুপ্ত, প্রলয় সাহা, আবিদা রহমান সেতু, রতœা সরকার ও শ্রাবণী গুহ রায়। শিশু দলের মধ্যে রয়েছে মন্দিরা সাংস্কৃতিক পাঠশালা ও দন্দন কুড়ি। তারা পরিবেশন করে দলীয় নৃত্য। এছাড়া দলীয় নৃত্য পরিবেশন করে স্পন্দন ও ধৃতি নর্তনালয়। দলীয় আবৃত্তিতে অংশ নেয় ¯্রর্্েরাাত ও শ্রুতিঘর। একক আবৃত্তি করেন বাচিক শিল্পী রফিকুল ইসলাম ও নায়লা তারান্নুম চৌধুরী কাকলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন তারেক আলী মিলন ও এ কে আজাদ।
হুমায়ুন কবির