ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন বলছে, ২০২৩ সালে নারী হত্যার সংবাদ নিয়ে জরিপ ও বিশ্লেষণ করে জাতিসংঘ এক প্রতিবেদনে জানায়,বিশ্বে সঙ্গী কিংবা কাছের কোনো আত্মীয়ের হাতে প্রতি ১০ মিনিটে একজন নারী খুন হন।
প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ নারী হত্যাকে উদ্বেগজনক পরিস্থিতি বলে অভিহিত করেছে। গত বছর হত্যাকাণ্ডের শিকার হয়েছে ৮৫ হাজার নারী। তাদের মধ্যে অনেক কিশোরীও রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা।
সংস্থাটি জানায়, এই বিশাল সংখ্যক হত্যাকাণ্ডের ৬০ শতাংশের সঙ্গে নারীদের সঙ্গী অথবা কোনো আত্মীয় জড়িত ছিল। সংখ্যার হিসেবে তা ৫১ হাজার।
অর্থাৎ গড়ে প্রতিদিন ১৪০ নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, প্রতি ১০ মিনিটে একজন। আর সবাই খুন হয়েছে কাছের মানুষের দ্বারা।
প্রতিবেদনে আরো বলা হয়, বাড়িই নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক জায়গায় হয়ে উঠেছে। হত্যার শিকার হওয়ার শঙ্কা এখানেই সবচেয়ে বেশি।তবে খুন হওয়ার ক্ষেত্রে পুরুষদের সংখ্যা নারীদের চেয়ে চারগুণ বেশি। তবে তারা বেশিরভাগ ক্ষেত্রে বাহিরে খুনের শিকার।
২০২৩ সালে সবচেয়ে বেশি নারী খুন হয়েছেন আফ্রিকায়, ২১ হাজার ৭০০ জন। আর সবচেয়ে কম ছিল ইউরোপ ও এশিয়ায়। সেখানে ২৩০০ নারী খুন হয়েছেন।
ফুয়াদ