ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এফবিআই ছেড়ে কেন ইসলাম গ্রহণ করলেন এই যুবক!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১০:২৮, ১৭ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১০:৪৩, ১৭ ডিসেম্বর ২০২৪

এফবিআই ছেড়ে  কেন ইসলাম গ্রহণ করলেন এই যুবক!

অ্যাড্রিয়ান

অ্যাড্রিয়ান উড স্মিথের ইসলাম গ্রহণের যাত্রা শুরু হয় শৈশব থেকেই ধর্মীয় অনুসন্ধিৎসার মাধ্যমে। যুক্তরাষ্ট্রের খ্রিস্টান পরিবারে বেড়ে ওঠা স্মিথ ছিলেন গির্জার সক্রিয় সদস্য এবং কিশোর বয়সেই তিনি উপদেশমূলক বক্তব্য দিতে শুরু করেন। তবে সময়ের সাথে খ্রিস্টান ধর্মের কিছু রীতিনীতির প্রতি সন্দিহান হয়ে পড়েন তিনি।

এফবিআইয়ের গোয়েন্দা বিশ্লেষক হওয়ার স্বপ্ন পূরণে তাকে আরবি ও পারস্য ভাষা শেখার পরামর্শ দেওয়া হয়। সেই লক্ষ্যেই তিনি ডার্টমাউথ কলেজে আরবি ভাষায় পড়াশোনা শুরু করেন। এই ভাষা শেখার মধ্য দিয়ে তিনি ইসলামী সংস্কৃতি ও শিক্ষার সঙ্গে পরিচিত হন এবং প্রথমবার আজান শুনে গভীরভাবে প্রভাবিত হন। ইসলাম সম্পর্কে আরও জানার প্রচেষ্টায় তিনি অবশেষে আত্মিক পরিপূর্ণতা খুঁজে পান এবং মাত্র দুই মাসের মধ্যেই শাহাদাহ পাঠ করে ইসলাম গ্রহণ করেন। নতুন পরিচয়ে তিনি "আদনান" নাম গ্রহণ করেন।

ইসলাম গ্রহণের পরও তিনি এফবিআইয়ের ইন্টার্নশিপ সম্পন্ন করেন এবং টপ সিক্রেট ক্লিয়ারেন্স পান। বিশেষ এজেন্ট হওয়ার প্রস্তাবও আসে। কিন্তু ইসলামের ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের সঙ্গে এফবিআইয়ের কর্মকাণ্ডের নৈতিক দ্বন্দ্ব তাকে ভাবিয়ে তোলে। আলেমদের পরামর্শে তিনি এফবিআই ছেড়ে মানুষের সেবা করার সিদ্ধান্ত নেন।

বর্তমানে আদনান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক হিসেবে কাজ করছেন এবং তার জীবন ও কর্মের মাধ্যমে ইসলামের আদর্শের দাওয়াত প্রচার করে চলেছেন।

জাফরান

×