ছবি: সংগৃহিত
সিলেটে মোবাইল চার্জ দেওয়া নিয়ে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন গ্রুপের অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান কালবেলাকে জানান, সন্ধ্যা ৬টার দিকে মোবাইল চার্জ দেওয়া নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এ নিয়ে তিনটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা সংঘর্ষ থামাতে কাজ করছি। পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। রাত পৌনে ১০টায় সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
জাফরান