ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

৩ ফুট উচ্চতর বিরল শকুন উদ্ধার হলো বাংলাদেশে !

অনলাইন রির্পোটার

প্রকাশিত: ১১:৩৪, ১৫ ডিসেম্বর ২০২৪

৩ ফুট উচ্চতর বিরল শকুন উদ্ধার হলো বাংলাদেশে !

ছবি: সংগৃহিত

হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে অবশেষে রংপুরে এসে আটকা পড়ে বিরল প্রজাতির একটি শকুন। প্রায় ৩ ফুট উচ্চতা, ৭ ফুট পাখার দৈর্ঘ্য ও ১০ কেজি ওজনের হিমালয়ান গৃফন প্রজাতির এই শকুন দীর্ঘ ভ্রমণের ক্লান্তিতে অসুস্থ হয়ে পড়ে।

স্থানীয়রা শকুনটিকে উদ্ধার করে খবর দেন পরিবেশবাদী সংস্থা ‘ওয়ার্ড অ্যানিম্যাল রেসকিউ অ্যান্ড অ্যাডপশন নেটওয়ার্ক’-এর রংপুর শাখাকে। সংগঠনের সদস্যরা দ্রুত শকুনটিকে তাদের হেফাজতে নিয়ে যান।

সংস্থার প্রতিনিধি জানান, শকুনটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর এটিকে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে।

উল্লেখ্য, হিমালয়ান গৃফন শকুন একটি বিরল প্রজাতি, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের সংখ্যা বিশ্বজুড়ে আশঙ্কাজনকভাবে কমছে, তাই এ ধরনের উদ্ধার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ

জাফরান

×