সত্যিকারের ভালোবাসার কোনো বয়স বা সীমা নেই—এই চিরন্তন সত্যের উদাহরণ হয়ে আছেন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার বার্নি লিটম্যান এবং মার্জরি ফিটারম্যান। ১০০ বছর বয়সী বর এবং ১০২ বছর বয়সী কনের এই বিয়েটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে।
বিয়ে এবং বিশ্ব রেকর্ডঃ ২০২৪ সালের মে মাসে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের যৌথ বয়স ২০২ বছর, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী বিশ্বের সবচেয়ে বয়স্ক বিবাহিত দম্পতি হিসেবে স্বীকৃত।
প্রেমের গল্পঃ প্রায় দশ বছর আগে তাদের দেখা হয়েছিল একটি সিনিয়র সিটিজেন সেন্টারে। এদিন সেন্টারে একটি কস্টিউম পার্টির আয়োজন করা হয়। সেখানেই দেখা হওয়ার পর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং প্রায়ই ঘণ্টার পর ঘণ্টা কথা বলতেন তারা। প্রায় দশ বছরের বেশি সময় ধরে প্রেমের পর, সম্প্রতি তারা বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন। তারা দুজনেই পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছিলেন, কিন্তু ছাত্রজীবনে তাদের একে অপরের সঙ্গে দেখা হয়নি।
তাদের জীবন এবং পেশাঃ বার্নি পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিলেন, আর মার্জরি ছিলেন একজন শিক্ষিকা। উভয়েই আগে বৈবাহিক জীবনে ছিলেন এবং তাদের সন্তান রয়েছে, তারা আলাদা থাকেন। তাদের ২জনের সঙ্গীরা মারা গেছেন।
বিয়ের আয়োজনঃ ২০২৪ সালের মে মাসে সিনিয়র সিটিজেন সেন্টারের পরিচালক ও তাদের পরিবারের সহায়তায় বিয়ের আয়োজন করা হয়। পরিবারের সদস্য এবং প্রিয়জনদের উপস্থিতিতে তারা তাদের জীবনের নতুন অধ্যায় শুরু করেন।
বার্নি ও মার্জরির এই বিয়ের গল্প কেবল বয়স বা সামাজিক বাধার ঊর্ধ্বে উঠে ভালোবাসার শক্তিকে উদযাপন করে। এটি আমাদের মনে করিয়ে দেয়, জীবনের প্রতিটি মুহূর্তই নতুন সূচনা করার জন্য উপযুক্ত হতে পারে।
ওয়াহেদ রাজু