স্মার্টফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ৷ স্মার্টফোন এবং তাতে ইন্টারনেট সংযোগ ছাড়া আমরা এক মুহূর্ত কাটানোর কথা ভাবতেই পারি না৷
কিন্তু জানেন কি আপনি কীভাবে ফোন ধরেন সেটা বলে দেয় আপনি কেমন মানুষ৷ কতটা আপনার বুদ্ধি৷ প্রেমিক বা প্রেমিকা হিসেবে আপনি কেমন৷
অনেকে এক হাতে ফোন ধরে বুড়ো আঙুল দিয়ে নেভিগেট বা স্ক্রোল করেন৷ তাঁরা খুবই আত্মবিশ্বাসী৷ ঝুঁকি নিতে ভালবাসেন৷ ভয় পান না চ্যালেঞ্জে৷ সাফল্য উপভোগ করতে পারেন৷ স্বাধীনচেতা এই ধরনের মানুষ চাপের মুখেও শান্ত থাকেন৷ প্রেমের ক্ষেত্রেও এই ধরনের মানুষ মেপে ভালোবাসে৷ উল্টোদিকের মানুষ আপনার সঙ্গে মানাতে পারবেন কিনা সেটা ভেবে নেন৷ তার পরই প্রেমে নিজেকে মেলে ধরেন৷
যাঁরা এক হাতে ফোন ধরে অন্য হাতের বুড়ো আঙুল দিয়ে নেভিগেট করেন, তাঁরা খুব অ্যানালিটিক্যাল৷ সমস্যা সমাধান করতে দক্ষ৷ জীবনে জ্ঞান এবং যুক্তি দিয়ে জীবনে চলেন৷ তীক্ষ্ণ যুক্তিজালের সামনে কেউ দাঁড়াতে পারেন না৷ প্রেমের ক্ষেত্রে আবার এঁরা খুব আবেগী৷ হৃদয়ের কাছাকাছি কেউ এলে তড়িঘড়ি মন দিয়ে দেন৷ দ্রুত সিদ্ধান্ত নেন৷যাঁরা দু’ হাতে ফোন অপারেট করেন তাঁরা খুবই দক্ষ এবং মানিয়ে নিতে সক্ষম হন৷ দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে যুঝতে পারেন৷ মানসিক দৃঢ়তা দিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হন৷ আপনার উপর ভরসা করতে পারেন অন্যরা৷ প্রেমের ব্যাপারে আপনি নিজেকে প্রকাশ করেন না বাস্তববুদ্ধির জন্য৷ অন্যের প্রতি ভাললাগা বা ভালবাসা প্রকাশ করতে চান না৷ মনের আবেগ আপনাকে আরও কাছাকাছি নিয়ে যায় প্রিয়জনের৷অনেকে এক হাতে ফোন ধরে অন্য হাতের শুধুমাত্র তর্জনী দিয়ে ফোন অপারেট করেন৷ তাঁরা ছকভাঙা চিন্তাভাবনা করতে পারেন৷ একা কাজ করতে পারেন৷ খুব সৃষ্টিশীল হন৷ উদ্ভাবনী শক্তিতে মুগ্ধ করেন বাকিদের৷ প্রেমের ক্ষেত্রে তাঁরা লাজুক হন প্রথমে৷ ধাপে ধাপে নিজেকে মেলে ধরেন৷ একবার মন খুলে মিশলে তাঁরা খুবই রঙিন৷ তাঁদের নিজস্বতা অনন্য৷
রাজু