ছবি: সংগৃহীত
খুনের অভিযোগে ২০২২ সাল থেকে জেলবন্দি আমেরিকার ফ্লোরিডার বাসিন্দা ডেইজি লিঙ্ক। মায়ামির ‘টার্নার গিলফোর্ড নাইট’ সংশোধনাগারে বন্দি তিনি। তবে জেলের আলাদা কুটুরিতে থাকা সত্ত্বেও অন্য এক জেলবন্দি যুবকের সন্তানের মা হয়েছেন তিনি। আর সেই ‘রহস্য’ ফাঁস করেছেন ডেইজি নিজেই।
ডেইজির সঙ্গেই মায়ামির ওই কারাগারে বন্দি বছর চব্বিশের যুবক জোয়ান ডেপাজ। নিরাপত্তার কারণে জেলের মধ্যে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ হয়নি তাদের। কিন্তু সেই জোয়ানের সন্তানই গর্ভে ধরেন ডেইজি। নিজের সন্তানকে ‘অলৌকিক শিশু’র তকমাও দিয়েছেন ডেইজি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়, জেলের মধ্যেই জোয়ানের সঙ্গে আলাপ হয় ডেইজির। সম্পর্কেও জড়িয়ে পড়েন। তবে আলাদাভাবে সময় কাটানোর অবকাশ তাদের ছিল না।
ডেইজির বলেন, ‘এত দিন জেলে থাকার পরে আপনি যখন কোনও আলাদা কক্ষে থাকা ব্যক্তির সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে শুরু করেন, তখন মনে হয় আপনারা একই ঘরে রয়েছেন। আমি সব সময়ই মা হতে চেয়েছিলাম। এর জন্য আমি সত্যিই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলাম। সেই থেকেই আমি জোয়ানের সন্তানের মা হওয়ার সিদ্ধান্ত নেয়।
কিন্তু কী ভাবে আলাদা আলাদা কক্ষে থাকা সত্ত্বেও জোয়ানের ঔরসে সন্তানের জন্ম দিলেন ডেইজি? এ বিষয়ে ডেইজির দাবি, পুরোটাই সম্ভব হয়েছিল একটি ছোট গর্তের কারণে। ওই গর্তের মাধ্যমে দিনে পাঁচবার নিজের বীর্য প্যাকেটে মুড়ে ডেইজির কাছে পাঠাতেন জোয়ান। ডেইজি সেই বীর্য বিশেষ পদ্ধতিতে নিজের বিশেষ অঙ্গে প্রবেশ করাতেন। এ রকম ভাবেই বেশ কয়েক দিনের চেষ্টায় তিনি মা হয়েছেন।
অন্যদিকে মিয়ামির একটি ফার্টিলিটি সেন্টারের ডিরেক্টর ফার্নান্দো আকেরম্যান জানিয়েছেন, এই ভাবে গর্ভধারণের সম্ভাবনা কম হলেও এটি একেবারে অসম্ভব নয়। .
তবে অনেকেই এটিকে বাজে কথা বলে উড়িয়ে দিয়েছেন। গত ১৯ জুন সন্তানের জন্ম দিয়েছেন ডেইজি। বর্তমানে পাঁচ মাস বয়সি এই শিশুটি জোয়ানের মায়ের সঙ্গে রয়েছে।
শিহাব