দিতে হবে না কোন টাকা , প্লাস্টিক দিলেই হবে শুধু । ভারতের প্রথম গার্বেজ ক্যাফে অবস্থিত ছত্তীসগড়ের আম্বিকাপুরে। এই অনন্য উদ্যোগটি মানুষের জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি পরিবেশকে পরিচ্ছন্ন রাখার একটি নজিরবিহীন উদাহরণ। এখানে প্লাস্টিকের বর্জ্য বিনিময়ে খাবার পাওয়া যায়।
১ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করলে পাওয়া যায় এক প্লেট পুষ্টিকর খাবার। ৫০০ গ্রাম প্লাস্টিকের বিনিময়ে পাওয়া যায় সকালের নাশতা।এই প্রকল্পটি গৃহহীন ও দরিদ্র মানুষের জন্য খাদ্য সরবরাহ করার পাশাপাশি, বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি ভারতের স্বচ্ছ ভারত অভিযান মিশনের একটি অংশ।
এই উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে আম্বিকাপুরে প্লাস্টিক বর্জ্য ও অ্যাসফল্ট দিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে। এটি শুধু পরিবেশ সুরক্ষায় নয়, বরং মানুষের সচেতনতা বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা রাখছে।
এমন একটি উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। আমরা কি আমাদের বাংলাদেশেও এমন কিছু করতে পারি?
জাফরান