ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রাহায়ণ ১৪৩১

প্রকাশ্যে সঙ্গীকে চুম্বন করলেই জেল!

প্রকাশিত: ২২:২৪, ৪ ডিসেম্বর ২০২৪

প্রকাশ্যে সঙ্গীকে চুম্বন করলেই জেল!

ছবি: সংগৃহীত

সঙ্গীকে ভালোবেসে জড়িয়ে ধরা কিংবা চুম্বন করা বাঙালির চোখসই না হলেও অন্যান্য দেশে এটি খুব সাধারণ বিষয়।  তবে উন্নত দেশগুলোতে এগুলো হরহামেশাই আপনার চোখে পড়বে।

 

তবে জানেন কি? প্রকাশ্যে চুম্বন করা অনেক দেশে নিষিদ্ধ। এমনকি কাজটি করে ধরা পড়লে জেলও  হতে পারে।তাই আগে থেকেই এই সম্পর্কে জেনে রাখুন।

 

মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশেই জনসম্মুখে স্ত্রীকে চুম্বন করা নিষিদ্ধ। যদি কাউকে এই কাজ করতে দেখা যায়, তাহলে সেখানকার পুলিশ জরিমানাসহ জেলেও দিতে পারে। স্থানীয়রা এই বিষয়গুলো সম্পর্কে ভাল জানেন, তবে বিদেশিরা প্রায়শই এখানে কঠোর আইনের মুখোমুখি হন। ২০০৯ সালে এক ব্রিটিশ দম্পতি দুবাইয়ের একটি পাবলিক প্লেসে চুম্বন করতে গিয়ে ধরা পড়েছিলেন। তাদের তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।


এছাড়া ইন্দোনেশিয়ায় কঠোরভাবে চুম্বন নিষিদ্ধ। পাবলিক প্লেসে চুম্বন করা বা কোনো ধরনের ভালোবাসা প্রদর্শন করা এখানে নিষিদ্ধ। এতে করে ৫ বছরের কারাদণ্ড বা আড়াই কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। যেহেতু দেশটির বেশিরভাগ নাগরিক ইসলাম ধর্মের অনুসারী। এজন্য তারা কঠোরভাবেই এসব অনুশাসন মেনে চলে।

 

এমনকি জাপানের টোকিও তার সংস্কৃতি বা সভ্যতাকে শীর্ষে রাখে। এমন পরিস্থিতিতে পাবলিক প্লেসে চুম্বন করার জন্য আছে কঠোর শাস্তি। শাস্তির পাশাপাশি জরিমানাও দিতে হতে পারে।  জাপান যতটা উদার আতিথেয়তায় ততটাই সচেতন তাদের সংস্কৃতি রক্ষায়।

২০০৬ সালের ১৪ ফেব্রুয়ারি পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিংয়ে ভ্যালেন্টাইনস ডে’তে একটি রেস্তোরাঁয় একজন চীনা ব্যক্তি তার সঙ্গীকে চুম্বন করার চেষ্টা করেছিল। এ সময় তার জেল ও জরিমানা হয়েছিল। অন্যান্য দেশের মতো চীনও পাবলিক প্লেসে এসব বিষয় ঠেকাতে কঠোর নিয়ম মেনে চলে। নাটক সিনেমায় যদিও উল্টা চিত্রই দেখা যায়। তবে পর্যটক হলে আপনার এসব বিষয়ে আরও বেশি জানাশোনা এবং সতর্ক হওয়া প্রয়োজন।

তাবিব

×