ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

প্রতিবন্ধী দিবসে শিল্পকলায় ‘কেন্দ্র বরাবর সুড়ঙ্গটির নাম পৃথিবী’ মঞ্চস্

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২১, ৩ ডিসেম্বর ২০২৪

প্রতিবন্ধী দিবসে শিল্পকলায় ‘কেন্দ্র বরাবর সুড়ঙ্গটির নাম পৃথিবী’ মঞ্চস্

প্রতিবন্ধী দিবসে শিল্পকলায় মঞ্চস্থ ‘কেন্দ্র বরাবর সুড়ঙ্গটির নাম পৃথিবী’ নাটকের দৃশ্য

পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মঙ্গলবার পালিত হয় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। ৩৩তম দিবসের প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য ‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’। দিবসটিকে কেন্দ্র করে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে এদিন সন্ধ্যায় মঞ্চস্থ হয় প্রতিবন্ধীদের নাট্যসংগঠন সুন্দরমের নাটক ‘কেন্দ্র বরাবর সুড়ঙ্গটির নাম পৃথিবী’। এদিন ছিল নাটকের দ্বিতীয় প্রদর্শনী।

এইচ.এস রাজন ও সাকী ব্যানার্জির লেখা ‘কেন্দ্র বরাবর সুড়ঙ্গটির নাম পৃথিবী’ নাটকের নির্দেশনা দিয়েছেন যৌথভাবে এশা ইউসুফ ও রফিকুল ইসলাম। তাদের যৌথ নির্দেশনায় নাটকটি যেমন নান্দনিক, তেমনি প্রতিবন্ধকতার চ্যালেঞ্জ ও জীবনের গভীর দর্শনকে প্রকাশ করে। এই নাটকে বিভীষিকাগ্রস্ত এক মনোজগতের গল্প তুলে ধরা হয়েছে। নাটকের মাধ্যমে তুলে ধরা হয়েছে প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, বরং সম্ভাবনার এক অনন্য দৃষ্টান্ত।
নাট্যকার ও নির্দেশকের ভাষ্যমতে, ‘কেন্দ্র বরাবর সুরঙ্গটির নাম পৃথিবী’ শুধু একটি নাটক নয়, এটি জীবনের এক অন্যতর গল্প। নাটকের মূল উপজীব্য হলোÑ মানুষের প্রতিনিয়ত যুদ্ধ, সংগ্রাম এবং আশার প্রদীপ। প্রতিবন্ধী দিবস উপলক্ষে এমন একটি নাট্য প্রযোজনা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা প্রেরণ করবে। এটি শিল্পকলার মাধ্যমে প্রতিবন্ধীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। নাটকটি দেখতে আগ্রহী সকলের জন্য এটি হতে পারে
এক অনন্য অভিজ্ঞতা, যা শুধু বিনোদন নয়, বরং আমাদের মানসিকতার পরিবর্তনেও সহায়ক হবে। এই দিনটি শুধু একটি নাটক দেখার উপলক্ষ নয়, এটি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের প্রতি আমাদের দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করার একটি সুযোগও। নাটকে অভিনয় করেছেন অন্তরা দাস, আহসান মহিউদ্দিন খান বাপ্পা, আবদুল্লাহ আল মামুন, এস এম ফেরদৌস ইকরাম ফয়সাল, কনিকা রায়, কপোতাক্ষী নূপুরমা সিঞ্চি, কাজল খান, নুর মোহাম্মদ মুন্সী, ফারহানা আলী পিংকি, মোর্শেদ মিয়া, মামুনুর রশীদ ইফতি, শাহজাদা কবির শুভ প্রমুখ।
সুন্দরম জানিয়েছে, দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে মূলধারার সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমে সংযুক্ত করাই তাদের লক্ষ্য। মেধা ও শারীরিক যোগ্যতানুযায়ী প্রতিবন্ধী শিল্পীদের নানা শাখায় প্রশিক্ষণ দিয়ে তাদের সৃষ্টিশীলতাকে বিকশিত হওয়ার পথ সুগম করার কাজ করছে সংগঠনটি। প্রতিবন্ধীদের সৃষ্টিশীল শিল্পচর্চা কেন্দ্র হিসেবে ২০১৯ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় সুন্দরম। বর্তমানে দেশের আটটি বিভাগে পরিচালিত হচ্ছে তাদের কার্যক্রম।

×