ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আর দশজনের মতো টিউশনির জন্য চেষ্টা করেছিলেন। কিন্তু সঠিক সুযোগ না পাওয়ায় থেমে না থেকে সাহসিকতার পরিচয় দেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই পিঠা বিক্রি শুরু করেন।
সুমাইয়ার এই উদ্যোগ শুধু তাঁর আর্থিক চাহিদা পূরণ করছে না, বরং অন্য শিক্ষার্থীদের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে। অনেকেই মনে করেন, কাজের কোনো ছোট-বড় বিষয় নেই। নিজের চেষ্টায় সৎপথে জীবিকার পথ তৈরি করাই আসল।
সুমাইয়া বলেন, “প্রথমে লজ্জা লাগলেও পরে বুঝতে পেরেছি, এটি সম্মানের কাজ। নিজের চেষ্টায় কিছু করতে পারার অনুভূতিই আলাদা। ক্যাম্পাসে সহপাঠীরাও আমাকে উৎসাহ দিচ্ছে।”
এমন উদ্যোগ কেবল সুমাইয়াকে নয়, অনেক শিক্ষার্থীকে তাদের সংকট কাটিয়ে উঠতে অনুপ্রাণিত করবে। সত্যিই, সুমাইয়ার এই প্রচেষ্টা অনুকরণীয় ও প্রশংসনীয়।
জাফরান