ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

সম্পর্ক ভালো রাখার মূলমন্ত্র!

প্রকাশিত: ১৪:১৮, ২ ডিসেম্বর ২০২৪

সম্পর্ক ভালো রাখার মূলমন্ত্র!

ছবি সংগৃহীত

মানুষ সামাজিক জীব কিংবা মানুষ একাকী বাস করতে পারে না। সঙ্গের প্রয়োজনে মানুষ সম্পর্কে জড়ায় কিংবা গড়ে তুলে একটি সমাজ ব্যবস্থা। এ যে মেলবন্ধন কিংবা সম্পর্ক গড়ে উঠে কিছু মৌলিক পারস্পরিক মানদণ্ডে তেমনি এ সম্পর্ক টিকেও থাকে কিছু বিষয় বিবেচনার মাধ্যমে।

 

একটা সম্পর্কে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো বিশ্বাস। বাংলায় একটা কথা আছে-

                                  "বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর"।

অর্থাৎ মানুষের মধ্যে বিশ্বাস থাকা খুবই প্রয়োজন, তর্ক করে কোনদিন কোনো বিষয়ে জেতা সম্ভব নয়। আপনি যদি আপনার সম্পর্কে থাকা মানুষকে বিশ্বাস করেন তাহলে সেই সম্পর্ক খুবই মজবুত থাকবে। কিন্তু যদি সেখানে একবার অবিশ্বাসের কুছায়া ঢুকে পড়ে, তাহলে সেই সম্পর্ক এর অন্তিম পরিণতি কিন্তু খুবই খারাপ হয়ে থাকে।

কেউ বলতে চান, সম্পর্ক টেকা না টেকার আসল কারণটা হচ্ছে বন্ডিং। মনোবিজ্ঞানীদের মতে, যে সমস্ত সম্পর্কে দুইজনের ভালোলাগা খারাপ লাগা, পছন্দ অপছন্দ এক, তাদের সম্পর্ক বহুদিন টিকে থাকে। আর যে সম্পর্কের মধ্যে এটা নেই সেই সম্পর্ক তাসের ঘরের মতো হয়। একটু হাওয়া দিলেই ভেঙে যায়।’


একটি সম্পর্কের প্রথম ও প্রধান সম্পর্ক হচ্ছে একে অপরকে বুঝতে পারা। যদি জীবনসঙ্গী একে অপরকে বুঝতে পারেন তবে জীবনের অনেক সমস্যা তারা নিজেদের মধ্যেই সমাধান করে ফেলতে পারেন। একে অপরকে বুঝতে পারলে তার রাগ, দুঃখ, ক্ষোভ, অভিমান, হাসি, ভালোবাসা সম্পর্কে ধারণা হয়ে যায়। এতে করে ঝগড়া হলেও মিটমাট করে ফেলা যায় বেশ সহজে। আর এভাবেই সম্পর্কে আসে গভীরতা।


অনেক সম্পর্ক ভাঙনের বেশ বড় একটি কারণ হচ্ছে নিজের ভুল বুঝতে না পারা এবং ভুল বুঝতে পেরেও নিজের ইগোর কারণে ভুল স্বীকার না করা। কিন্তু নিজের ভুল বুঝতে পেরে সঙ্গীর কাছে ক্ষমা চেয়ে নিলে কেউ ছোট হয়ে যায় না। বরং সঙ্গীর মনে এই আস্থা আসে যে তার সঙ্গী তাকে কতোটা ভালোবাসেন এবং তার অনুভূতির প্রতি কতোটা লক্ষ্য রাখেন। এতে করেই সম্পর্ক হয়ে উঠে মধুর ও গভীর।


অনেক সময়েই সম্পর্কে টানাপোড়ন আসে নিজের সীমা লঙ্ঘন করার ফলে। অনেকেই বলতে পারেন সীমা দিয়ে কখনো সম্পর্কের গভীরতা মাপা যায় না। হ্যাঁ, কথাটি সত্যি। কিন্তু কোনো জিনিসি অতিরিক্ত ভালো নয়। প্রত্যেকটি জিনিসের যেমন সীমা রয়েছে তেমনই রয়েছে সম্পর্কের ক্ষেত্রেও। আপনাকে বুঝতে হবে কতোটুকু কথা বলা উচিৎ আপনার সঙ্গীকে। ঝগড়া এবং রাগের সময়েও সীমা লঙ্ঘন করা উচিৎ নয়। কারণ আপনি নিজে যখন ভুলটি বুঝতে পারবেন তখন হয়তো আপনার সঙ্গী অনেক কষ্ট পেয়ে সরে যাবেন। তাই এই মূল ভিত্তিটি বেশ গুরুত্বপূর্ণ।


সম্পর্ক গভীর ও মধুর করার অন্যতম মূলমন্ত্র এবং ভিত্তি হচ্ছে একে অপরের প্রতি ভালোবাসার প্রকাশ। আপনারা একজন আরেকজনকে ভালোবাসেন এটা দুজনেই জানেন। কিন্তু একারনে যদি এই ভালোবাসা প্রকাশ করা বন্ধ করে দেন তাহলে সম্পর্ক তার মধুরতা হারাবে। তাই প্রতিদিনই কোনো না কোনো উপায়ে সঙ্গীকে জানিয়ে দিন আপনি তাকে কতোটা ভালোবাসেন। নিজের ভালোবাসা মনের ভেতর না রেখে প্রকাশ করে ফেলুন।

ইসরাত

×