ক্রিপ্টো উদ্যোক্তা জাস্টিন সান তার প্রতিশ্রুতি পূরণ করেছেন। তিনি সম্প্রতি ৬.২ মিলিয়ন মার্কিন ডলারে (প্রায় ৫২.৩ কোটি টাকা) একটি শিল্পকর্ম কিনেছিলেন যেখানে একটি কলা দেয়ালে টেপ দিয়ে আটকানো ছিল। সেই শিল্পকর্ম কেনা কলা সম্প্রতি তিনি খেয়ে ফেলেছেন।
হংকংয়ের সবচেয়ে দামি হোটেলগুলোর একটিতে জমায়েত করা দর্শকদের সামনে সান কলাটি খেয়ে ফেলেন। তিনি এই শিল্পকর্মকে "প্রতীকী" বলে উল্লেখ করেন এবং ধারণাগত শিল্প ও ক্রিপ্টোকারেন্সির মধ্যে মিল খুঁজে পান। খাওয়ার পর তিনি বলেন, "এটি অন্য কলার চেয়ে ভালো। সত্যিই বেশ ভালো।"
ইতালির শিল্পী মরিজিও ক্যাটেলান তৈরি করেছিলেন এই শিল্পকর্মটি, যার নাম 'কমেডিয়ান'। এটি নিউইয়র্কের সোথেবিস নিলামে বিক্রি হয়েছিল এবং সান ছিলেন সাতজন ক্রেতার একজন।
নিলাম জেতার প্রথম ১০ সেকেন্ডে সান অবিশ্বাসে পড়ে যান। তবে পরক্ষণেই তিনি উপলব্ধি করেন, "এটি বড় কিছু হয়ে উঠতে পারে।" এর পরের ১০ সেকেন্ডে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি কলাটি খেয়ে ফেলবেন।
সূত্র: এপি নিউজ
নাহিদা