ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রাহায়ণ ১৪৩১

রহস্যে ঘেরা অ্যামাজন কেন এত ভয়ংকর?

প্রকাশিত: ২০:৩৭, ২৯ নভেম্বর ২০২৪

রহস্যে ঘেরা অ্যামাজন কেন এত ভয়ংকর?

পৃথিবীর সবচেয়ে বড় রেইনফরেস্ট আমাজন। ছবি : সংগৃহীত

দক্ষিণ আমেরিকার আমাজন নদী বিধৌত অঞ্চলের বিশাল এলাকা নিয়ে গঠিত আমাজন অরণ্য বা আমাজন বন। একে চিরহরিৎ বনও বলা হয়। পৃথিবীর ফুসফুস খ্যাত ৭০ লক্ষ বর্গকিলোমিটার অববাহিকা পরিবেষ্টিত যার মধ্যে ৫৫ লক্ষ বর্গকিলোমিটার এলাকাই মূলত আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত। বিরল-বৃহৎ প্রাণী, অদ্ভুত বৃক্ষরাজিতে পূর্ণ এই বন এখনো বিশ্বের অন্যতম রহস্য।

 

এটি শুধুমাত্র তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত নয়, বরং এক রহস্যময় ও বিপজ্জনক পরিবেশের জন্যও পরিচিত। এ অঞ্চলের জীবনধারা, প্রাকৃতিক পরিবেশ এবং বাস্তুতন্ত্রের ভয়ঙ্কর দিকগুলি বিশেষভাবে আলোচিত।  পৃথিবীতে আমাজন বন শুধু তার জীববৈচিত্র্যের জন্য নয়, বরং তার বিপদজনক বৈশিষ্ট্যর জন্যও আলোচনায় রয়েছে। কিন্তু কেন আমাজন বন এত ভয়ংকর? এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে।

 

১. বিষাক্ত প্রাণী

আমাজন বনের এক অন্যতম ভয়ংকর দিক হলো এখানে বাস করা বিপুল পরিমাণ বিষাক্ত প্রাণী। এই বনে নানা ধরনের সাপ, ব্যাঙ, মাকড়সা, পিঁপড়ে, মাছ এবং অন্যান্য প্রাণী থাকে, যেগুলি মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক।  'পাইজন ডার্ট ফ্রোগ'  নামক ব্যাঙের চামড়া থেকে বিষাক্ত পদার্থ নিঃসৃত হয়, যা সহজেই মানুষের জীবনকে বিপদে ফেলতে পারে। এই প্রাণীগুলোর উপস্থিতি যে কোন পর্যটক বা আগন্তুককে বিপদের মধ্যে ফেলতে পারে।এছাড়া রয়েছে লাল চোখা ব্যাঙ, বিভিন্ন প্রজাতির পোকামাকড়, চিতাবাঘ, বানর, বৈদ্যুতিক ইল, মাংস খেকো পিরানহাসহ অসংখ্য বিষাক্ত জাতের সাপ ও বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী।

 

২. প্রাকৃতিক বিপদ

আমাজন বনে ঘন জঙ্গল, অন্ধকার এবং গাছপালার সাথে সঙ্গে প্রাকৃতিক বিপদগুলোও খুবই বিপজ্জনক। হঠাৎ করে তীব্র ঘূর্ণিঝড় বা প্রচণ্ড বজ্রপাত সেখানে ঘটতে পারে। এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বনাঞ্চল আরো বেশি বিপদজনক হয়ে ওঠে। বনাঞ্চলের ভেতর হারিয়ে যাওয়ার আশঙ্কা এবং কোনও সাহায্য না পাওয়ার পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হতে পারে।

৩. আক্রমণাত্মক পশু-পাখির উপস্থিতি

এমন কিছু পশু এবং পাখি রয়েছে, যেগুলি অত্যন্ত আক্রমণাত্মক এবং মানুষকেও তাড়া করতে পারে। যেমন, আমাজন অঞ্চলে বসবাসকারী 'জাগুয়ার'  মানুষের প্রতি শিকারী মনোভাব দেখাতে পারে।

৪. ম্যালেরিয়া ও অন্যান্য রোগের প্রাদুর্ভাব

আমাজন বনের অঞ্চলে ম্যালেরিয়া, ডেঙ্গু, জিকা, ফিলারিয়া এবং অন্যান্য মশাবাহিত রোগের প্রাদুর্ভাব প্রচুর। অতিরিক্ত আর্দ্রতা এবং ঘন অরণ্যের মধ্যে মশা ও অন্যান্য কীটপতঙ্গের বিস্তার ঘটে। এখানে রোগের প্রকোপ এবং চিকিৎসার ব্যবস্থা না থাকায়, অসুস্থ হয়ে পড়লে বিপদ আরও গভীর হতে পারে।


আমাজন বন একদিকে যেমন পৃথিবীর জীববৈচিত্র্য এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আধার, তেমনি অন্যদিকে এটি এমন এক জায়গা যেখানে প্রবেশ করতে গেলে সতর্কতা অবলম্বন করা আবশ্যক। এই বন কখনও কখনও মানুষের জন্য একটি বিপজ্জনক জায়গা হয়ে ওঠে, যেখানে প্রকৃতি তার অদৃশ্য শক্তির মাধ্যমে প্রতিশোধ নেয়। এই কারণে, আমাজন বন শুধু তার সৌন্দর্য ও জীববৈচিত্র্যের জন্য নয়, তার ভয়ংকর বিপদের জন্যও পৃথিবীজুড়ে পরিচিত।

 

 

তাবিব

×