তেঁতুল তো অনেক খেয়েছেন,কিন্তু কখনো কি রক্ত তেঁতুল খেয়েছেন? এই তেঁতুল ভাঙার পর রক্তের মত লাল দেখায়। কুষ্টিয়ার হিজলাবট গ্রামে প্রায় ৫০০ বছরের পুরাতন গাছ এই রক্ত তেঁতুল গাছ। বাংলাদেশে আর কোথাও এমন গাছ আছে কিনা তা কারো জানা নেই।
ব্রিটিশ আমলের এই তেঁতুল গাছ ঘিরে রয়েছে নানা ধরণের রহস্যময় গল্প। তবে সেটা যেই গল্পই হোক সত্যিকার অর্থেই এই তেঁতুল দেখতে ও খেতে অনেক ভিন্ন ও মজাদার। এটি খেলে জিভ পর্যন্ত লাল হয়ে যায়।
তেঁতুল ডায়াবেটিস রোগী, হার্টের রোগী ও উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের জন্য এটি ভালো। তবে অতিমাত্রায় তেঁতুল খাওয়ার ক্ষেত্রে সাবধনতা অবলম্বন করতে হবে।
নাহিদা