ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রাহায়ণ ১৪৩১

বিশ্বের অন্যতম স্বচ্ছ লেক- জানেন কোনটা ?

প্রকাশিত: ১০:১৪, ২৬ নভেম্বর ২০২৪

বিশ্বের অন্যতম স্বচ্ছ  লেক- জানেন কোনটা ?

ব্লু লেক (Blue Lake)

একবার ভেবে দেখেন তো এমন একটি লেকের পাড়ে আপনি বসে আছেন যেখানে পানি এতটা স্বচ্ছ আপনি পানির নিচের সব কিছু দেথতে পাচ্ছেন , জানেন কি পৃথিবীর সবচেয়ে  সুন্দর লেক কোনটা?  নিউ জিল্যান্ডের সবচেয়ে পরিচ্ছন্ন এবং স্বচ্ছ লেক হিসেবে পরিচিত ব্লু লেক (Blue Lake)। এটি নেলসন লেকস ন্যাশনাল পার্কে অবস্থিত।

ব্লু লেকের পানি এতটাই স্বচ্ছ যে ৮০ মিটার পর্যন্ত দৃশ্যমান। এটি বিশ্বের অন্যতম পরিষ্কার লেক হিসেবে স্বীকৃত। লেকের পানি গলিত হিমবাহ এবং ঝর্ণা থেকে আসে, যা প্রাকৃতিকভাবে ফিল্টার হয়ে বিশুদ্ধ অবস্থায় লেকে প্রবাহিত হয়।এটিতে বিশ্বের সবচেয়ে পরিষ্কার প্রাকৃতিক মিঠা পানি রয়েছে।

স্থানীয় মাওরি জনগোষ্ঠীর কাছে এই লেকটি পবিত্র হিসেবে বিবেচিত, এবং তারা এটি রোটোমায়েরিহু (Rotomairewhu) নামে ডাকে। তারা শুদ্দতার জন্যে এ লেকটি ব্যাবহার করে থাকে। 

জাফরান

×