ইন্টারনেটের কল্যাণে হাজার মাইলের দূরত্ব ভুলে প্রেম এবং বিয়ে ঘটছে নিয়মিত। সম্প্রতি এমনই আরেকটি ঘটনা ঘটেছে সাভারে।
১৯ বছর বয়সী উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী রেজভি আক্তার সুমাইয়ার প্রেমে পড়ে দক্ষিণ কোরিয়ার জে. মিঙ্গি নামের তরুণ বাংলাদেশে এসেছেন। এ মাসের শুরুতে বিয়ে হওয়ার পর শুক্রবার (২২ নভেম্বর) তারা বিবাহ-পরবর্তী সংবর্ধনা আয়োজন করেন।
জানা যায়, প্রায় চার মাস আগে দক্ষিণ কোরিয়ার সোল থেকে অনলাইনে পরিচয় হয় সুমাইয়ার সাথে। এরপর তারা প্রেমে জড়িয়ে পড়েন। প্রেমের টানে ১ নভেম্বর সাভারে আসেন জে. মিঙ্গি। পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে তার নাম হয় আরফান ইসলাম, এবং ২ নভেম্বর তিনি সুমাইয়ার সাথে ইসলামিক নিয়মে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সাভারের একটি কমিউনিটি সেন্টারে বিবাহ-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা যুগলকে শুভেচ্ছা জানিয়ে তাদের সুখী জীবন কামনা করেন। সুমাইয়ার পরিবারও তাদের এই সম্পর্ক নিয়ে আনন্দিত। বন্ধুত্ব থেকে প্রেম এবং সফল পরিণয়ের পর কোরিয়ান তরুণ আরফান বাংলায় স্ত্রীর প্রতি তার ভালোবাসা প্রকাশ করেন।
দূরত্ব মুছে তাদের একসাথে আসা এবং জীবনের নতুন অধ্যায় শুরু হওয়া যেন চিরকাল অটুট থাকে, এমনই শুভ কামনা জানান অতিথিরা।
নাহিদা